শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মানুষের আস্থা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে -দুদক চেয়ারম্যান

ম যাযাদি রিপোর্ট
  ৩০ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ৩০ নভেম্বর ২০২০, ১০:২৫
ইকবাল মাহমুদ

দুদকের প্রতি ৮৬ শতাংশ মানুষের আস্থা দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ। রোববার গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ এ দাবি করেন। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) 'গেস্নাবাল করাপশন ব্যারোমিটার এশিয়া ২০২০' শীর্ষক প্রতিবেদন বলা হয়েছে দেশের ৮৬ শতাংশ মানুষ দুদকের প্রতি তাদের আস্থা ব্যক্ত করেছেন। প্রসঙ্গটি উত্থাপন করলে ইকবাল মাহমুদ বলেন, দুদক এ জাতীয় প্রতিবেদন সব সময়ই গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করে। এখন পর্যন্ত প্রতিবেদনটি পূর্ণাঙ্গভাবে পর্যালোচনা করা হয়নি। তবে এর মাধ্যমে জনগণের প্রতি দুদকের দায়িত্ব আরও বাড়ল। তাদের এই আস্থা টেকসই করতে হবে। দুদককে নিরবচ্ছিন্নভাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। দুদক চেয়ারম্যান বলেন, জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে হলে দুর্নীতি শনাক্তকরণ, অনুসন্ধান, তদন্ত ও প্রসিকিউশন নিখুঁতভাবে করার কোনো বিকল্প নেই। কঠোর আইন প্রয়োগের মাধ্যমে দুর্নীতিপরায়ণদের কাছে এই বার্তা পৌঁছাতে হবে যে, দুর্নীতি করলে আইনের মুখোমুখি হতেই হবে। কঠোর শাস্তি পেতে হবে। তিনি বলেন, জনহয়রানি এড়াতে অপরাধী শনাক্তকরণে সতর্কতার সঙ্গেই দায়িত্ব পালনে চেষ্টা করা হচ্ছে। অপর এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, সরকারি পরিষেবা প্রাপ্তিতে ঘুষ-দুর্নীতির প্রকোপ রয়েছে একথা তারা কখনো অস্বীকার করেন না। তবে ঘুষ-দুর্নীতি বন্ধে বহুমাত্রিক ব্যবস্থা নেওয়া হয়েছে। তৃণমূল পর্যায়ে দুর্নীতি ঘটার আগেই তা প্রতিরোধে কমিশন প্রায় প্রতিদিনই অভিযান পরিচালনা করছে। তিনি বলেন, সরকারি সেবা দেওয়া সরকারি কর্মচারীদের সাংবিধানিক দায়িত্ব। কতিপয় অসৎ কর্মকর্তা-কর্মচারী এ দায়িত্ব পালনের নামে ঘুষের মতো ফৌজদারি অপরাধে জড়িত হচ্ছেন। এদের পরিণতি সুখকর হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে