বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
করোনায় শিক্ষার ক্ষতি পোষাতে ক্র্যাশ প্রোগ্রামের পরামর্শ

বিকল্প পদ্ধতিতে এইচএসসি পরীক্ষা নেওয়া যেত

করোনা সংক্রমণের কারণে গত মার্চ থেকে বন্ধ রয়েছে সর্বস্তরের শিক্ষাপ্রতিষ্ঠান। বাতিল হয়েছে প্রাথমিক সমাপনী, জেএসসি ও এইচএসসি পরীক্ষা। প্রাথমিক থেকে মাধ্যমিকে পরীক্ষা বাতিল করে অটো প্রমোশন দেওয়া হয়েছে। শুরু হয়েছে সংক্ষিপ্ত সিলেবাসের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন। স্কুল ভর্তি পরীক্ষা বাতিল করে লটারির মাধ্যমে হবে শিক্ষার্থী বাছাই। পিছিয়ে যাচ্ছে আগামী বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। আগামী শিক্ষাবর্ষের পাঠ্যসূচি ও সময়কালও পিছিয়ে যাচ্ছে। এসব সিদ্ধান্ত কতটা সময়োপযোগী এবং ক্ষতি পোষাতে আগামীতে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, তা নিয়ে দেশের চারজন খ্যাতিমান শিক্ষাবিদের সঙ্গে কথা বলেছেন আমাদের নিজস্ব প্রতিবেদক নূর মোহাম্মদ
সিরাজুল ইসলাম চৌধুরী
  ৩০ নভেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ৩০ নভেম্বর ২০২০, ১০:২৫

করোনার কারণে সরকার শিক্ষাব্যবস্থায় যেসব সিদ্ধান্ত নিয়েছে তার কোনো বিকল্প দেখছেন না ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, আপাতদৃষ্টিতে সরকারের সামনে আর কোনো পথ ছিল না। তবে এইচএসসি পরীক্ষাটা বাতিল না করে বিভাগভিত্তিক এবং সংক্ষিপ্ত সিলেবাস, পরীক্ষা কেন্দ্র বাড়িয়ে দীর্ঘ সময় ধরে নেওয়ার বিষয়টি সরকার চিন্তা করতে পারত। উদাহরণ হ টেনে তিনি বলেন, বিজ্ঞান, মানবিক ও ব্যবসা বিভাগের শিক্ষার্থীদের আলাদা আলাদা দিনে পরীক্ষা নিলে শিক্ষার্থী সংখ্যা কমে যেত। কমন বিষয়গুলোতে শিক্ষার্থী সংখ্যা কমানোর জন্য ভিন্ন ভিন্ন প্রশ্নে আলাদা দিনে পরীক্ষা নেওয়া যেত। এখন আর সম্ভব না কারণ ইতোমধ্যে করোনার প্রকোপ বেড়ে গেছে। বিশ্ববিদ্যালয় ভর্তি প্রসঙ্গে তিনি বলেন, এইচএসসিতে শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন যেহেতু সম্ভব হয়নি তাই বিশ্ববিদ্যালয় ভর্তিতে যেন সেটার প্রতিফলন না হয়। যথাযথ প্রক্রিয়ায় মেধাবীদের বাছাইয়ের জন্য বিশ্ববিদ্যালয়গুলোর এখনই উদ্যোগী হতে হবে। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে বিভাগীয় শহরে পরীক্ষা নেওয়ার কথা বলছে। এটা ভালো উদ্যোগ। অন্য বিশ্ববিদ্যালয়গুলোরও এ ধরনের পদ্ধতিতে যেতে হবে। তবে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নিতে পারলে এ করোনাকালীন সময়ে শিক্ষার্থী ও অভিভাবকরা স্বস্তি পেত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে