ফলোআপ চিকিৎসার জন্য অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সিঙ্গাপুরে গেছেন। শনিবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন। বর্তমানে তিনি সিঙ্গাপুরে অবস্থান করছেন। অর্থ মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
উলেস্নখ্য, গত অক্টোবরে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার উদ্দেশ্যে দুবাই গিয়েছিলেন; কিন্তু করোনাভাইরাসের কারণে উদ্ভুত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে। আগামী ১১ ডিসেম্বর বা নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী দেশে ফিরবেন বলে একই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd