বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৪ ঘণ্টায় করোনায় আরও ৩১ মৃতু্য, শনাক্ত ২২৯৩

যাযাদি রিপোর্ট
  ০২ ডিসেম্বর ২০২০, ০০:০০
আপডেট  : ০২ ডিসেম্বর ২০২০, ০০:২৮

দেশে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত একদিনে আরও ৩১ জনের মৃতু্য হয়েছে। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হয়ে মোট ৬ হাজার ৬৭৫ জন প্রাণ হারালেন। একই সময় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ২ হাজার ২৯৩ জন। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে দাঁড়িয়েছে। প্রতিদিনের মতো মঙ্গলবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসবিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সারাদেশে করোনার সর্বশেষ সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ১১৮টি ল্যাবরেটরিতে ১৫ হাজার ৯৫৯টি নমুনা সংগ্রহ করা হয়। এরপর যাচাই-বাছাই শেষে পূর্বে জমা কিছু স্যাম্পলসহ ১৫ হাজার ৫০১টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ২৭ লাখ ৮৮ হাজার ২০২টিতে। এ সময় করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৫১৩ জন। দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৪ লাখ ৬৭ হাজার ২২৫ জনে দাঁড়াল। বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ২ হাজার ৫৩৯ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ৩ লাখ ৮৩ হাজার ২২৪ জন। গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ দশমিক শূন্য ৭৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৬ দশমিক ৭৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ দশমিক ০২ এবং শনাক্ত বিবেচনায় মৃতু্যর হার ১ দশমিক ৪৩ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট মৃতু্য হয়েছে ৬ হাজার ৬৭৫ \হজনের। তাদের মধ্যে পুরুষ ৫ হাজার ১১৬ জন (৭৬ দশমিক ৬৪ শতাংশ) ও নারী ১ হাজার ৫৫৯ জন (২৩ দশমিক শূন্য ৩৬ শতাংশ)। মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ২৪ ঘণ্টায় মৃত ৩১ জনের মধ্যে বিশোর্ধ্ব ২ জন, ত্রিশোর্ধ্ব ২ জন, চলিস্নশোর্ধ্ব ১ জন, পঞ্চাশোর্ধ্ব ৭ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ১৯ জন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ঢাকা বিভাগে ২৩ জন, চট্টগ্রামে ৫ জন, রাজশাহীতে ১ জন, সিলেটে ১ জন এবং ময়মনসিংহ বিভাগের ১ জন রয়েছে। বিজ্ঞপ্তির ভাষ্য, অনুযায়ী করোনাভাইরাস সন্দেহে গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ১ হাজার ১৬২ জন। ছাড় পেয়েছেন ৯০১ জন। এখন পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ৫ লাখ ৮০ হাজার ৭৯১ জন। এখন পর্যন্ত ছাড় পেয়েছেন ৫ লাখ ৪০ হাজার ০৮ জন। বর্তমানে কোয়ারেন্টিনে আছে ৪০ হাজার ৭৮৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছে ২৬১ জন আর ছাড় পেয়েছে ১৯৮ জন। এখন পর্যন্ত আইসোলেশনে যুক্ত হয়েছে ৯১ হাজার ৫০৬ জন আর ছাড় পেয়েছে ৭৮ হাজার ৫৭৭ জন। বর্তমানে আইসোলেশনে আছে ১২ হাজার ৯২৯ জন। বাংলাদেশে গত ৮ মার্চ করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল। ২৪ নভেম্বর তা সাড়ে ৪ লাখ পেরিয়ে যায়। এর মধ্যে গত ২ জুলাই ৪ হাজার ১৯ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়, যা এক দিনের সর্বোচ্চ শনাক্ত। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তালিকায় বিশ্বে শনাক্তের দিক থেকে ২৬তম স্থানে আছে বাংলাদেশ আর মৃতের সংখ্যায় ৩৩তম অবস্থানে রয়েছে। বিশ্বে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা ইতোমধ্যে ৬ কোটি ৩২ লাখ পেরিয়েছে। মৃতের সংখ্যা ১৪ লাখ ৬৯ হাজার ছাড়িয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে