বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৫ পৌরসভা নির্বাচন মেয়র পদে ১১২ জনের মনোনয়ন পত্র দাখিল

যাযাদি রিপোর্ট
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

দেশের ২৫টি পৌরসভার আসন্ন নির্বাচনে মেয়রপদে ১১২ জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ২৮৩ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৯৩৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

বুধবার পৌরসভা সাধারণ নির্বাচন ২০২০ যথাসময় পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপসচিব মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে। ২৮ ডিসেম্বর ২৫টি পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে।

জানা গেছে, ২৫টি পৌরসভার মধ্যে পঞ্চগড় পৌরসভায় মেয়রপদে তিনজন সংরক্ষিত কাউন্সিলর পদে ১৬ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৮ জন প্রার্থী রয়েছেন। এ ছাড়া ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে মেয়রপদে ছয়জন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১২ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩৩ জন প্রার্থী, দিনাজপুরের ফুলবাড়ীতে মেয়রপদে চারজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ১০ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩২ জন প্রার্থী রয়েছেন।

এর আগে ২২ নভেম্বর প্রথম ধাপে ২৫ পৌরসভায় নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। এসব পৌরসভায় আগামী ২৮ ডিসেম্বর ভোট অনুষ্ঠিত হবে।

ঘোষিত তফসিল অনুযাযী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহার ১০ ডিসেম্বর এবং ভোট ২৮ ডিসেম্বর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে