রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ টাকার জাল নোটসহ তিনজনকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকা থেকে তাদের আটক করে ডিবির তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম। আটকরা হলেন- মো. সুমন মিয়া (৩০), মো. বিপস্নব হোসেন (৩২) ও মো. রাজিব শিকদার (৩৫)।
ডিবির সহকারী কমিশনার (এসি) মো. বায়েজীদুর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় আটক সুমনের কাছ থেকে হতে ১০ লাখ, বিপস্নবের কাছ থেকে ৬ লাখ এবং রাজিবের কাছ থেকে ৪ লাখ টাকার জাল নোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd