শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মৃতু্যবার্ষিকী

নতুনধারা
  ০৩ ডিসেম্বর ২০২০, ০০:০০

রোকনুজ্জামান খান

দাদাভাইয়ের ২০তম

মৃতু্যবার্ষিকী আজ

বরেণ্য লেখক, সাংবাদিক এবং বাংলাদেশের শ্রেষ্ঠ শিশু সংগঠক, কচি-কাঁচার আসরের প্রথম পরিচালক, কেন্দ্রীয় কচি-কাঁচার মেলার প্রতিষ্ঠাতা পরিচালক, সওগাত ও বেগম পত্রিকার পরিচালক এবং দৈনিক ইত্তেফাকের ফিচার এডিটর রোকনুজ্জামান খান দাদাভাইয়ের ২০তম মৃতু্যবার্ষিকী আজ। এ উপলক্ষে 'মোহাম্মদ নাসিরউদ্দীন স্মৃতিভবন', ৩৮, শরৎগুপ্ত রোড, নারিন্দায় দুপুর দেড়টায় আলোচনা, মিলাদ এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

উলেস্নখ্য, দাদাভাই ১৯২৫ সালের ৯ এপ্রিল রাজবাড়ী জেলার পাংশায় তার নানা মোহাম্মদ রওশন আলী চৌধুরীর (তৎকালীন মাসিক 'কোহিনূর' পত্রিকার সম্পাদক) বাড়িতে জন্মগ্রহণ করেন। তিনি 'হাট্টিমা টিম', 'খোকন খোকন ডাক পাড়ি', 'আজব হলেও গুজব নয়' গ্রন্থের প্রণেতা। এছাড়া 'আমার প্রথম লেখা', 'বার্ষিক কচি ও কাঁচা', 'ঝিকিমিকি' ও 'ছোটদের আবৃত্তি' গ্রন্থের সম্পাদক ছিলেন। তিনি ১৯৯৯ সালের ৩ ডিসেম্বর ইন্তেকাল করেন। বিজ্ঞপ্তি

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে