গত ২ নভেম্বর দৈনিক যায়যায়দিনের প্রথম পাতায় 'শিল্প মেশিনারিজ আমদানিকে ঘিরে সক্রিয় প্রতারক চক্র' শীর্ষক সংবাদের একাংশের প্রতিবাদ জানিয়েছেন অ্যাডভোকেট এসএম শিহাব উদ্দিন। এক প্রতিবাদলিপিতে তিনি বলেন, প্রতিবেদনে তার মক্কেল রানিং টাইগার বিডি লিমিটেডের চেয়ারম্যান সাইদুর রহমান হাবিবের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সঠিক নয়। বরং 'বিভ্রান্তিকর, মিথ্যা ও মানহানিকর'। এতে সাইদুর রহমান হাবিব সামাজিক ও ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।
প্রতিবেদকের বক্তব্য : এ প্রতিবেদনে প্রতিবেদকের নিজস্ব কোনো বক্তব্য নেই। দুদক ও এনবিআর সংশ্লিষ্ট সূত্র থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি করা হয়েছে। তারপরও যায়যায়দিন অ্যাডভোকেট শিহাব উদ্দিনের পাঠানো প্রতিবাদপত্রের প্রতি সম্মান প্রদর্শন করেছে।
Copyright JaiJaiDin ©2021
Design and developed by Orangebd