শোক সংবাদ

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

অনলাইন ডেস্ক
সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম কুমিলস্নার চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহম্মেদ চৌধুরী সেলিম (৭২) বার্ধক্যজনিত কারণে বৃহস্পতিবার রাতে কুমিলস্নার নিজ বাসায় ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। শুক্রবার বাদ জুমা উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের নানকরা মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাকে আতাকরা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। নামাজে জানাজা-পূর্ব মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বক্তব্য রাখেন সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিলস্না দক্ষিণ জেলা আ'লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক এমপি, কুমিলস্না দক্ষিণ জেলা আ'লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন স্বপন, চৌদ্দগ্রাম উপজেলা আ'লীগের সভাপতি আবদুস সোবহান ভুঁইয়া হাসান, সাধারণ সম্পাদক অধ্যক্ষ রহমত উলস্নাহ বাবুল, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক আহম্মেদ মিয়াজী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু, উপজেলা যুবলীগের আহ্বায়ক শাহজালাল মজুমদার প্রমুখ। ম চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি আব্দুর রাজ্জাক ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কুলস্নাতলীর গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক (৬৭) আর নেই। তিনি শুক্রবার ভোর ৪টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুমের জানাজার নামাজ বিকাল ৩টায় নিজ গ্রামে অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তার মরদেহ দাফন করা হয়েছে। তিনি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে ভুগছিলেন। তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আব্দুর রহিম ও ডেপুটি কমান্ডার মো. নাজিম উদ্দিন। ম গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি সাহাবুদ্দীন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার ব্যবসায়ী মো. মামুনের বাবা মো. সাহাবুদ্দীন (৬৮) বৃহস্পতিবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। শুক্রবার সকালে সিদ্ধিরগঞ্জ পুলস্থ মিজমিজি পাইনাদী কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন করা হয়। জানাজায় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ১নং ওয়ার্ড কাউন্সিলর ওমর ফারুক, নাসিক ১নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর আব্দুর রহিম (মেম্বার), নারায়ণগঞ্জ জেলা কারাগার বেসরকারি কারা পরিদর্শক চুনা ব্যবসায়ী আনোয়ার ইসলাম, সমাজসেবক আহমদ উলস্নাহ ও সিদ্ধিরগঞ্জ রিপোর্টার্স ইউনিটি সহ-সভাপতি ও দৈনিক যায়যায়দিন পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি শাহনেওয়াজ ভুঁইয়া বাবুল প্রমুখ। ম সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি আশরাফুল ইমাম রানা ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক আশরাফুল ইমাম রানা ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত পৌনে ৭টায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ৬৩ বছর। দীর্ঘদিন ধরে তিনি কিডনি, ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছিলেন। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন রেখে যান। শুক্রবার বাদ জুমা শহরের লোকনাথ উদ্যান (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে শেরপুর কবরস্থানে তার লাশ দাফন করা হয়। তার মৃতু্যতে শোক প্রকাশ করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি, সাধারণ সম্পাদক আল-মামুন সরকার প্রমুখ। ম স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া হাসমতুলস্নাহ রাজশাহীর বাঘা উপজেলার প্রবীণ ব্যক্তি বাঘা পৌরসভার মেয়র আব্দুর রাজ্জাকের বাবা আলহাজ হাসমতুলস্নাহ (১০৭) ইন্তেকাল করেছেন (ইন্না লিলস্নাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার রাত ৮টা ৫০ মিনিটে পৌরসভার বলিহার গ্রামের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মারা যান। ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে যান তিনি। শুক্রবার বিকেল ৩টায় শাহদৌলা সরকারি কলেজ মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়। ম বাঘা (রাজশাহী) প্রতিনিধি