রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা প্রফুলস্ন সিংহের শেষকৃত্য

প্রকাশ | ০৫ ডিসেম্বর ২০২০, ০০:০০

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি
রাউজানে বীর মুক্তিযোদ্ধা প্রফুলস্ন সিংহকে রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন করছেন ইউএনও ও পুলিশ বাহিনীর সদস্যরা -যাযাদি
করোনা সংক্রামণে পরলোকগমন করা শহীদ বুদ্ধিজীবী নূতন চন্দ্রের কনিষ্ঠ ছেলে মুক্তিযোদ্ধা লায়ন প্রফুলস্ন সিংহর (৮১) শেষকৃত্যানুষ্ঠান রাষ্ট্রীয় মার্যাদায় সম্পন্ন হয়েছে। শুক্রবার রাউজানের গহিরা কুন্ডেশ্বরীর নিজ বাড়িতে এই অনুষ্ঠান হয়। এর আগে গাউসিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মোসাহেব উদ্দিন বক্তোয়ার ও জেলা নেতা আহসান হাবিব চৌধুরীর নেতৃত্বে স্বেচ্ছাসেবকবৃন্দ চট্টগ্রাম শহর থেকে তার মরদেহ অ্যামবুন্সে নিয়ে এসে গোসল করান। সেখানে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জোনায়েদ কবির সোহাগের উপস্থিতিতে থানা পুলিশের একটি দল এই মুক্তিযোদ্ধাকে সম্মান জানান। পরে পরিবারের সদস্যরা ধর্মীয় আচার অনুষ্ঠান শেষে বাড়ির পূর্বপাশের শ্মশানে শেষকৃত্যানুষ্ঠান সম্পন্ন করেন। নিহতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, রাউজানের সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর পক্ষে উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা যুবলীগ সভাপতি জমির উদ্দিন প্রমুখ। উলেস্নখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে চট্টগ্রাম নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রফুলস্ন সিংহ মারা যান। তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।