বাগেরহাটে ১৯৮ বোতল ফেনসিডিলসহ আটক ২

প্রকাশ | ১৫ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাগেরহাট সংবাদদাতা
বাগেরহাটে ইট বোঝাই ট্রাক থেকে ১৯৮ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার সকালে বাগেরহাট খুলনা মহাসড়কের বারাকপুর বেইলি ব্রিজসংলগ্ন সড়ক থেকে এদের আটক করা হয়। এ সময় ইট বোঝাই ট্রাকটি জব্দ করে পুলিশ। আটককৃতরা হলেন, জেলার ফকিরহাট উপজেলার বেতাগী ইউনিয়নের চাকতী গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে ট্রাক চালক কামাল শেখ ওরফে ভাইরাস কামাল (৪৬) এবং সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলার গাব্বাখালী গ্রামের মোশারেফ হোসেনের ছেলে আব্দুল জলিল শেখ (২৭)। বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কমর্কতার্ (ওসি) মো. মাহতাব উদ্দিন বলেন, একটি ইট বোঝাই ট্রাকে ফেনসিডিল পাচার হচ্ছিল এমন সংবাদের ভিত্তিতে বাগেরহাট মডেল থানার একটি টিম ওই এলাকায় অভিযান চালিয়ে ট্রাকটিকে জব্দ করে। পরে ট্রাকের ইট সরিয়ে ১৯৮ বোতল ফেনসিডিলসহ ট্রাকের চালকসহ দুজনকে আটক করা হয়।