সিলেট কারাগার থেকে ১৪২ জন আসামিকে মুক্তি

প্রকাশ | ১৭ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে। রোববার তাদের মুক্তি দেয়া হয়। লঘু অপরাধে বিভিন্ন মামলায় কারাগারে আটক আসামিরা তাদের অপরাধ স্বীকার করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদেের্শ সব আইনি প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেয়া হয়েছে বলে জানিয়েছে কারা কতৃর্পক্ষ। এই ১৪২ বন্দির মধ্যে মেট্রো আইনে, চুরি-ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি রয়েছেন। আসামিরা আদালতে তাদের অপরাধ স্বীকার করায় প্রত্যেকে জামিনে মুক্তি পান। তাদের অনেকে মামলা থেকে অব্যাহতিও পেয়েছেন। সিলেট কেন্দ্রীয় কারাগারের জেল সুপার আব্দুল জলিল বলেন, লঘু অপরাধে কারাগারে থাকা হাজতিদের ব্যক্তিজীবনে আথির্কভাবে ক্ষতিগ্রস্ত হয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে। তাদের আদালতে আত্মপক্ষ সমথের্নর সুযোগ দেয়া হয়। তিনি বলেন, নিজেদের দোষ স্বীকার করে অনেকে জামিন পেয়েছেন। এছাড়া অনেককে মামলা থেকে খালাস দেন আদালতের বিচারক। রোববার সন্ধ্যায় কারা মহাপরিদশর্ক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন সাংবাদিকদের বলেন, আসামিরা তাদের ‘অপরাধ স্বীকার করায়’ প্রধানমন্ত্রীর নিদেের্শ সব আইনি প্রক্রিয়া শেষে আজকে সিলেট কেন্দ্রীয় কারাগার থেকে ১৪২ আসামিকে মুক্তি দেয়া হয়েছে। পযার্য়ক্রমে দেশের সব কারাগারে এই প্রক্রিয়া অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আইজি প্রিজন।