সাংবাদিকদের সঙ্গে তথ্য অফিসারের মতবিনিময়

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

দক্ষিণ সুনামগঞ্জ সংবাদদাতা
বিভিন্ন ক্ষেত্রে সরকারের অজির্ত সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে জনসাধারণকে অবহিত এবং উন্নয়ন কাযর্ক্রমে সম্পৃক্তকরণের লক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জে কমর্রত সাংবাদিকদের নিয়ে এক মতবিনিয়ম সভা করেছে জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে স্থানীয় প্রেসক্লাব সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এ সভায় জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন ছাড়াও আরো বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক সোহেল তালুকদার, সাংবাদিক নুরুল হক, শফিকুল ইসলাম প্রমুখ। এ সময় জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, সরকার যে সমস্ত উন্নয়ন কাযর্ক্রম করে যাচ্ছে সেসব সাংবাদিকদের মাধ্যমেই প্রকাশ পাচ্ছে। সরকারের সাফল্য জনগণের দোরগোড়ায় না পেঁৗছলে সে উন্নয়ন বৃথা। আবার নেতিবাচক সংবাদ সমাজকে বিরূপতার দিকে ঠেলে দেয়। এমন কোন তথ্য বা ছবি প্রকাশ করা ঠিক নয় যা মানবিকতা বিবজীর্ত, সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং অন্যের ক্ষতি সাধন হয়।