আ’লীগ কাযার্লয়ে অগ্নিসংযোগ মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

প্রকাশ | ১৮ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সোনাতলা (বগুড়া) সংবাদদাতা
বগুড়ার সোনাতলায় আওয়ামী লীগের কাযার্লয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক মÐলকে (৬০) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার তাকে উপজেলা পরিষদ চত্বর থেকে গ্রেপ্তার করে সোনাতলা থানা পুলিশ। সোমবার দুপুরে উপজেলার মধুপুর ইউনিয়নের আড়িয়ারঘাটে আওয়ামী লীগের আঞ্চলিক কাযার্লয়ে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহŸায়ক জাহিদ হাসান বাদী হয়ে ৩৪ জনকে আসামি করে সোনাতলা থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির এনামুল হক মÐলকে প্রধান আসামি করে ১৪ জনের নাম উল্লেখ করে আরও অন্তত ২০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। বিষয়টি নিশ্চিত করে সোনাতলা থানার অফিসার ইনচাজর্ মো. শরিফুল বলেন, একজন আসামিকে গ্রেপ্তর করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে এবং অন্যদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।