মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

নতুনধারা
  ২৮ ডিসেম্বর ২০২০, ০০:০০

ছালে আহম্মদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা ছালে আহম্মদকে (৭০) রাষ্ট্রীয় মর্যাদায় শনিবার রাতে দাফন করা হয়েছে। গার্ড অব অনার প্রদান করেন সহকারী কমিশনার ভূমি শরীফ উল্যাহ। এর আগে শনিবার দুপুরে নগরীর একটি হাসপাতালে মৃতু্যবরণ করেন। তিনি দুই ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। কর্মজীবনে তিনি চট্টগ্রাম নাজিরহাট খাগড়াছড়ি বাস-মিনিবাস মালিক সমিতির অর্থ সম্পাদকের দায়িত্বে ছিলেন।

-হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

সড়ক দুর্ঘটনায় আহত বীর মুক্তিযোদ্ধার মৃতু্য

ম স্টাফ রিপোর্টার, নেত্রকোনা

নেত্রকোনার কলমাকান্দায় ইজিবাইকের ধাক্কায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বীর মুক্তিযোদ্ধা সুলতান আহমেদ খানের (৮২) মৃতু্য ঘটেছে। রোববার ভোর সাড়ে ৫টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মারা যান। সমাজসেবক সুলতান আহমেদ খান কলমাকান্দা উপজেলা আ'লীগের সহ-সভাপতি। তিনি উপজেলার কনুরা গ্রামের বাসিন্দা এবং স্বাধীনতা-পরবর্তী কৈলাটি ইউনিয়নের ভাইস চেয়ারম্যান ছিলেন।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সুলতান আহমেদ খান গত বুধবার বিকালে কলমাকান্দার পাগলা বাজারে নিজ বাসভবনের সামনে হাঁটছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় ও শরীরে আঘাতপ্রাপ্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে