যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে পিতা খুন

প্রকাশ | ২৮ ডিসেম্বর ২০২০, ০০:০০

স্টাফ রিপোর্টার, যশোর
যশোরে নেশাগ্রস্ত ছেলের হাতে প্রাণ দিলেন পিতা বিলস্নাল হোসেন (৪৫)। গত ২৪ ডিসেম্বর রাতে সদর উপজেলার গাইদগাছি গ্রামের মধ্যপাড়ায় হামলার শিকার হন বিলস্নাল। রোববার বিকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। নিহত বিলস্নাল হোসেন একই গ্রামের মাহমুদুলস্না ভুইয়ার ছেলে। গাইদগাছি গ্রামের ইউপি সদস্য রফিকুল ইসলাম বলেছেন, নিহত বিলস্নাল হোসেনের ছেলে মানিক হোসেন ভুইয়া (২২) অভয়নগরের নওয়াপাড়া বন্দরে শ্রমিকের কাজ করে। কিছুদিন আগে বিলস্নাল হোসেনের কাছ থেকে তার ছেলে মানিক এক হাজার টাকা ধার নিয়েছিল। গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় ছেলের কাছে ওই টাকা ফেরত চান বিলস্নাল হোসেন। কিন্তু ছেলে মানিক নেশাগ্রস্ত থাকায় নিয়মিত কাজে যায় না। ফলে বর্তমানে তার টাকার সংকট হয়েছে। তার পিতা টাকা ফেরত চাওয়ায় ক্ষিপ্ত হয় মানিক। ২৪ ডিসেম্বর রাত সাড়ে ১০টার দিকে বাড়ির সামনে বিলস্নাল হোসেনের ওপর হামলা চালায় মানিক। মানিক পেছন দিক থেকে বিলস্নালকে ইট দিয়ে মাথায় আঘাত করে। এ সময় বিলস্নাল মাটিতে পড়ে যায়। তার চিৎকারে বাড়ি থেকে অন্য লোকজন এসে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এবং অবস্থার অবনতি হলে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রোববার তার মৃতু্য হয়। বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই জাকির হোসেন বলেছেন, ছেলের আঘাতে আহত অবস্থায় বিলস্নাল হোসেন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেখানেই ময়নাতদন্ত শেষে রোববার রাতে বাড়িতে আনা হয়েছে তার লাশ। অভিযুক্ত ছেলে মানিককে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।