নীলফামারী জেলা জাতীয় পাটির্র কাউন্সিল

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা
শওকত চৌধুরীকে সভাপতি ও সাজ্জাদ পারভেজকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যবিশিষ্ট নীলফামারী জেলা জাতীয় পাটির্র (এরশাদ) কমিটি ঘোষণা করা হয়েছে। সোমবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দলের কাউন্সিল শেষে বিকালে এ কমিটির ঘোষণা দেয়া হয়। জাতীয় পাটির্র দুই গ্রæপের সমন্বয়ে গঠিত এ কমিটির সদস্যের মধ্যে ৬ জনের নাম ঘোষণা করা হয়। এদের মধ্যে নীলফামারী-৪ (কিশোরীগঞ্জ-সৈয়দপুর) আসনের সংসদ সদস্য শওকত চৌধুরীকে সভাপতি ও সাজ্জাদ পারভেজকে সাধারণ সম্পাদক এবং সহসভাপতি পদে ৩ জনের মধ্যে রয়েছেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাবেক সংসদ সদস্য জাফর ইকবাল সিদ্দিকী, কিশোরীগঞ্জ উপজেলা সভাপতি রশিদুল ইসলাম ও নীলফামারী-৩ (জলঢাকা) আসনের সাবেক সংসদ সদস্য কাজী ফারুক কাদের এবং সাংগঠনিক সম্পাদকের পদে শ্রমিক নেতা বজলার রহমানের নাম ঘোষণা করা হয়। এর আগে জেলা কমিটির আহŸায়ক নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য ও বিরোধীদলীয় হুইপ শওকত চৌধুরীর সভাপতিত্বে এ কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি করপোরেশনের মেয়র কেন্দ্রীয় জাপার ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। এছাড়াও আরো বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম ইয়াসির, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আহমেদ সফি রুবেল, রোকন উদ্দিন বাবলু, কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুর রাজ্জাক, তিতাস মোস্তফা, স্বপন চৌধুরী, কাজী মশিউর রহমান প্রমুখ। এ বিষয়ে জেলা জাতীয় পাটির্র ঘোষিত কমিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ পারভেজ বলেন, নেতৃত্ব দিতে গেলে এক-আধটু মতের অমিল হতেই পারে। এখন আর সেটিও নেই। আমরা অতীতের সবকিছু ভুলে একত্রিত হয়ে কাউন্সিলে ৬ সদস্যের নাম ঘোষণা করেছি। ১০১ সদস্যের কমিটির অবশিষ্ট নাম আগামী এক সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হবে।