মৃত্যুবাষির্কী

প্রকাশ | ১৯ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

অনলাইন ডেস্ক
হাফিজুল ইসলাম খান (উট্টু) সাবেক শিল্পমন্ত্রী মরহুম শামসুল ইসলাম খানের (নয়া মিয়া) ছোট ছেলে হাফিজুল ইসলাম খানের (উট্টু) ৩০তম মৃত্যুবাষির্কী আজ। ১৯৮৮ সালের এই দিনে মানিকগঞ্জের সিংগাইরে বন্যাতের্দর মাঝে ত্রাণ দিয়ে ঢাকায় ফেরার পথে নৌদুঘর্টনায় হাফিজুল ইসলাম খান (উট্টু), ডা. শাহরিয়ার এবং জিকরুল হাসান (যিশু) মারা যান। মরহুমদের আত্মার মাগফিরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। Ñবিজ্ঞপ্তি আশুতোষ চক্রবতীর্ খাদ্য বিভাগের সাবেক কমর্কতার্, ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলার উচালিয়াপাড়া গ্রামের আশুতোষ চক্রবতীর্র ২১তম মৃত্যুবাষির্কী আজ। তিনি ১৯৯৭ সালে কিডনি রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। উল্লেখ্য, গত ৫ বছর ধরে সরাইলের মেধাবী ছাত্র-ছাত্রীদের মধ্যে ‘আশুতোষ চক্রবতীর্ স্মারক শিক্ষাবৃত্তি’ প্রদান করা হচ্ছে। Ñবিজ্ঞপ্তি