সীতাকুÐে সরকারি খাসজমি উদ্ধার

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

সীতাকুÐ (চট্টগ্রাম) সংবাদদাতা
সীতাকুÐে সরকারি খাস খতিয়ানের জায়গার উপর অবৈধভাবে গড়ে তোলা তিনটি মাকেের্টর সিড়ি ভেঙ্গে গুঁড়িয়ে দিলেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার বিকালে উপজেলার পৌরসদর বাজারে নিবার্হী কমর্কতার্ ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট তারিকুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন নিবার্হী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভ‚মি) মো. কামরুজ্জামান, ভ‚মি কানুনগো বাচ্চু মনি চাকমা, ভ‚মি সহকারী কমর্কতার্ মো. নুরুল আহসান, নাজির জামাল উদ্দিন, সাভের্য়ার আবু ইউসুফ, মহিউদ্দিন পলাশ ও সীতাকুÐ থানার সাব ইন্সপেক্টর মাহির। নিবার্হী ম্যাজিষ্ট্রেট মো. কামরুজ্জামান জানান, পৌর সদরের আফরোজা প্লাজার বড় বাজার, ওসমান গনি মাকেের্টর আপন রেস্তোরা ও শপিং সেন্টার মাকেের্ট মহাসড়কের সরকারি খাস জায়গা দখল করে অবৈধভাবে দোতলায় উঠার সিড়ি নিমার্ণ করেন তিন মাকের্ট মালিক। মহাসড়কের পাশের চলাচলের জায়গা উন্মুক্ত করতে দশ দিনের মধ্যে তিন মাকেের্টর অবৈধ সিড়ি ভেঙ্গে ফেলার নিদের্শ প্রদান করি। কিন্তু মাকের্ট মালিক তা অমান্য করায় মঙ্গলবার বিকালে অভিযান চালিয়ে সিড়িগুলো ভেঙ্গে দেওয়া হয়।