চার ঘণ্টা বাস চলাচল বন্ধ কাপাসিয়ায় শিক্ষাথীের্দর সড়ক অবরোধ

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

গাজীপুর প্রতিনিধি
মঙ্গলবার দুপুরে বাস চাপায় ছয় শিক্ষাথীর্ আহত হওয়ার প্রতিবাদে আট দফা দাবিতে কাপাসিয়ার শরীফ মোমতাজউদ্দীন আহমদ কলেজের শিক্ষাথীর্রা বুধবার কলেজের সামনে ঢাকা-কিশোরগঞ্জ রুটে প্রায় চার ঘন্টা সড়ক অবরোধ করে। পরে পরিবহন মালিক ও নেতারা আট দফা দাবি মেনে নিলে শিক্ষাথীর্রা দুপুর সোয়া ২ টা থেকে অবরোধ তুলে নিলে বাস চলাচল শুরু হয়। কলেজ অধ্যক্ষ মোহাম্মদ তাজউদ্দীন জানান, মঙ্গলবার দুপুরে কলেজ ছুটি শেষে কয়েক শিক্ষাথীর্ বাড়ি ফেরার জন?্য কলেজের সামনে ঢাকা-কিশোরগঞ্জ রুটে যাত্রিবাহী বাসের জন্য অপেক্ষা করছিল। এ সময় গাজীপুর থেকে ছেড়ে আসা রাজদূত পরিবহনের পথের সাথী নামক একটি বাস (ঢাকা- জ- ১১- ০১২২) এসে শিক্ষাথীের্দর উপর তুলে দেয়। এতে কলেজের প্রথম বষের্র শিক্ষাথীর্ আব্দুল গফুর, আশরাফুল, পারভেজ, অমিত, শরীফুল, রাতুল গুরুতর আহত হয়। তাদের মধ্যে গুরুতর আহত আব্দুল গফুর ও আশরাফুলকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে এবং অন্যান্যদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভতির্ করা হয়। পথে শহরের ভবানীগঞ্জ মোড় এলাকায় কয়েকজন সাদা পোষাকধারী পুলিশ পরিচয়ে তাদের আটক করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। এ বিষয়ে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নাটোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, যাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে তারা কোন সন্ত্রাসী প্রকৃতির মানুষ না। তাদের বিরুদ্ধে কোন গ্রেফতারী পরোয়ানাও নাই আদালতের। তবুও তাদের সাদা পোষাকে পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়েছে।