পুলিশি তৎপরতার পরেও চুরি-ডাকাতি বেড়েছে

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বাগাতিপাড়া (নাটোর) সংবাদদাতা
আইনশৃঙ্খলা রক্ষায় উপজেলার বিভিন্নস্থানে জনসচেতনতামূলক সভা করছে নাটোরের বাগাতিপাড়া মডেল থানা পুলিশ। পুলিশের এমন তৎপরতার পরেও বেড়েই চলেছে চুরি-ডাকাতির ঘটনা। শিক্ষাপ্রতিষ্ঠান, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান কোনো কিছুই বাদ যাচ্ছে না এসব অপরাধ থেকে। চুরি-ডাকাতির ঘটনা বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন হয়ে পড়েছে। জানা গেছে, গত চার দিনে এ উপজেলায় চার শিক্ষাপ্রতিষ্ঠানসহ ৬টি চুরির ঘটনা ঘটেছে। ঘরের তালা ভেফু ও সিঁধ কেটে এসব চুরির ঘটনা ঘটছে। ল্যাপটপ, নগদ অথর্সহ খোয়া গেছে বিভিন্ন ধরনের মালামাল। এর মধ্যে দুটি বাড়িতে ডাকাতির ঘটনাও ঘটেছে। এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেছেন আবার কেউ করেননি। তবে এখন পযর্ন্ত কোনো ঘটনার রহস্য উদ্ঘাটন কিংবা জড়িতদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। শনিবার দিবাগত রাতে উপজেলার মাড়িয়া গ্রামে কাঠমিস্ত্রি বাবুর বাড়িতে চুরি হয়। জানালার গ্রিলের স্ক্রু খুলে চোরেরা ঘরে ঢুকে একটি সাইকেল ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়। একই রাতে একই গ্রামের নাজমুলের বাড়িতেও সিঁধ কেটে চুরি হয়। এ বিষয়ে জানতে চাইলে বাগাতিপাড়া মডেল থানার ওসি স্বপন কুমার চৌধুরী বলেন, আইনশৃঙ্খরা পরিস্থিতি আগের চেয়ে ভালো। তবে বিচ্ছিন্ন ঘটনাগুলোর ব্যাপারে আমরা বিভিন্ন এলাকা, হাট-বাজার ও শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক ক্যাম্পেইন অব্যাহত রেখেছি। সবার সমন্বিত প্রচেষ্টায় আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা অব্যাহত আছে।