পটুয়াখালী-গলাচিপা সড়কে হেলেদুলে চলছে গাড়ি

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালী-গলাচিপা আঞ্চলিক মহাসড়কের কোথাও কোথাও কাপেির্টং, ইট, বালু ও খোয়া উঠে গেছে আবার কোথাও ছোট-বড় গতর্ সৃষ্টি হয়েছে। ফলে এ সড়কটি যানবাহন চলাচলের সম্পূণর্ অনুপোযোগী হয়ে পড়েছে। আঞ্চলিক এ সড়কটি গলাচিপা উপজেলাবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূণর্। গলাচিপার পাশপাশি রাঙ্গবারী উপজেলার মানুষও এ সড়কে যাতায়াত করে। পটুয়াখালী-বরিশাল-ঢাকার সঙ্গে দুই উপজেলাবাসীর যোগাযোগের প্রধান সড়ক এটি। সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টম্বর এ সড়কসহ জেলার অন্যান্য সড়কের সংস্কার প্রকল্পে ৫১ কোটি টাকার দরপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে পটুয়াখালী সড়ক ও জনপদ বিভাগের নিবাহীর্ প্রকৌশলী মীর নিজাম উদ্দিন বলেন, দরপত্র গ্রহণ করা হয়েছে। এ প্রক্রিয়া শেষ হলেই খুব দ্রæত সড়ক সংস্কারের কাজ শুরু হবে। আশা করছি, গলাচিপা ও রাঙ্গাবালী উপজেলাবাসীকে যথাসময়ে একটি মানসম্পন্ন সড়ক উপহার দিতে পারব।