পারটেক্সের হাসেম ও লা-মেরিডিয়ানের আমিনকে দুদকে তলব

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
অবৈধ সম্পদ অজের্নর অভিযোগে দেশের বিশিষ্ট শিল্প গ্রæপ পারটেক্সের চেয়ারম্যান ও বিএনপির সাবেক সংসদ সদস্য এম এ হাসেম ও বিমানবন্দর সড়কের অভিজাত হোটেল লা মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহমেদ ভুঁইয়াকে তলব করেছে দুনীির্ত দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার পৃথক পৃথক তলব নোটিশে তাদের তলব করেছেন দুদকের উপ-পরিচালক মোশারফ হোসেন মৃধা। এম এ হাসেমকে আগামী ২৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় এবং আমিন আহমেদ ভুঁইয়াকে ২৭ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় সেগুন বাগিচাস্থ দুদকের প্রধান কাযার্লয়ে উপস্থিত থাকতে বলা হয়েছে। এম এ হাসেমের বিরুদ্ধে দুদকের অভিযোগ, পারটেক্স গ্রæপের চেয়ারম্যান এম এ হাসেম রাজস্ব ফঁাকি, বৈধ ব্যবসার আড়ালে অবৈধ ব্যবসা পরিচালনা ও সরকারি সম্পত্তির দখলসহ শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। অন্যদিকে আমিন আহমেদ ভুঁইয়ার বিরুদ্ধে দুদকের অভিযোগে বলা হয়েছে, হোটেল ব্যবসার আড়ালে বিভিন্ন অবৈধ ব্যবসা ও সরকারি সম্পত্তি আত্মসাতের মাধ্যমে শত শত কোটি টাকার মালিক হয়েছেন আমিন আহমেদ ভুঁইয়া। এছাড়া নোয়াখালীর সূবণর্ চর এলাকায় ৭০০ একর সরকারি খাস জমি জবরদখল করে রেখেছেন এবং হোটেল ব্যবসার আড়ালে শত শত কোটি টাকা বিদেশে পাচার করেছেন। এম এ হাসেম ও আমিন আহমেদ ভুঁইয়াকে দুদকে হাজির হওয়ার সময় পাসপোটের্র ফটোকপি (পরিবারের সব সদস্যসহ), জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (পরিবারের সব সদস্যসহ), সম্পদ অজর্ন সংক্রান্ত সকল দলিল/রেকডর্ পত্র, আয়কর নথির যাবতীয় রেকডর্ পত্র নিয়ে আসতে বলা হয়েছে দুদকের নোটিশে। ব্যবসায়ী এম এ হাসেম বতর্মানে বেসরকারি নথর্ সাউথ ইউনিভাসিির্ট ট্রাস্টের চেয়ারম্যান ও শীষর্স্থানীয় শিল্পপতি। স্বাধীনতার আগে তামাক ব্যবসায়ী হিসেবে যাত্রা শুরু করেছিলেন তিনি। এরপর পণ্য আমদানির ব্যবসায় নাম লেখান। তারপর আর পেছন ফিরে তাকাননি। স্বাধীনতার পর ক্ষমতাসীনদের সঙ্গে সুসম্পকর্ গড়ে তিন দশকে গড়ে তোলেন পারটেক্স গ্রæপের একের পর এক প্রতিষ্ঠান। অষ্টম জাতীয় সংসদ নিবার্চনের আগে এম এ হাসেম যোগ দেন বিএনপিতে। এরপর তার ব্যবসার আরও স্ফীতি ঘটে। বিলাসবহুল গাড়ি, জমি দখলসহ নানা ঘটনায় তিনি হয়ে ওঠেন আলোচিত। দেশে জরুরি অবস্থা জারির পর সন্দেহভাজন দুনীির্তগ্রস্তদের যে দ্বিতীয় তালিকা প্রকাশ করা হয় তাতে এম এ হাসেমের নাম ছিল। বতর্মানে পারটেক্স গ্রæপের অধীনে মোট ২০টি কোম্পানি পরিচালিত হচ্ছে। অন্যদিকে হোটেল লা মেরিডিয়ানের স্বত্বাধিকারী আমিন আহমেদ ভূঁইয়া মেট্রো গ্রæপের চেয়ারম্যান।