সুস্থ হলে খালেদা জিয়া আদালতে হাজিরা দেবেন সাক্ষাৎ শেষে দুই আইনজীবী

প্রকাশ | ২০ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি রিপোটর্
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে দেখা করে তার দুই আইনজীবী বলেছেন, তিনি খুবই অসুস্থ, সুস্থ হলেই আদালতে যাবেন। আইনজীবীরা অভিযোগ করেন, খালেদা জিয়া আদালতে আসতে অনিচ্ছুক বলে কারা কতৃর্পক্ষ তাকে ভুলভাবে আদালতের কাছে উপস্থাপন করেছে। তিনি কখনো বলেননি যে তিনি আদালতে যেতে অনিচ্ছুক। তিনি সব সময় বলেছেন তিনি কোটের্ যেতে ইচ্ছুক। বতর্মানে তার শারীরিক অবস্থা খুবই খারাপ, এজন্য যেতে পারছেন না। তিনি সুস্থ হলেই আদালতে যাবেন। বুধবার কারা কতৃর্পক্ষের অনুমতি পাওয়ার পর বেলা ৪টা ২০ মিনিটে খালেদা জিয়ার সাথে সাক্ষাৎ করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। সাক্ষাৎ শেষে বেলা ৫টা ২০ মিনিটে তারা রাজধানীর নাজিমুদ্দিন রোডে অবস্থিত পুরনো কেন্দ্রীয় কারাগার থেকে বেরিয়ে আসেন। খালেদা জিয়ার সঙ্গে ঘণ্টাব্যাপী সাক্ষাৎ করার পর দুই আইনজীবী সাংবাদিকদের এ সব কথা বলেন। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার বলেন, বেগম খালেদা জিয়া বলেছেন তিনি কোনো দিন কখনো বলেননি কোটের্ আসতে অনিচ্ছুক। তিনি সবসময় কোটের্ আসতে ইচ্ছুক। তিনি বলেছেন, তার মা ও ছেলের মৃত্যু দিবসেও তিনি সকাল থেকে সন্ধ্যা পযর্ন্ত কোটের্ না খেয়ে বসে থেকেছেন। তার শরীর যেহেতু অসুস্থ সেই কারণে এখন উপস্থিত হতে পারছেন না। উনার শারীরিক অবস্থা খুবই খারাপ। মাসুদ আহমেদ তালুকদার বলেন, গত ১৭ সেপ্টেম্বর বেগম খালেদা জিয়া বাথরুমে পড়ে যান। কারণ তার হাত ও পায়ের ব্যথার কারণে তিনি চলাফেরা করতে পারেন না। তার নিজের হাতে খেতে পযর্ন্ত সমস্যা হচ্ছে। সানাউল্লাহ মিয়া বলেন, বেগম খালেদা জিয়া আইনের প্রতি শ্রদ্ধাশীল। তিনি সুস্থ থাকা সাপেক্ষে আদালতে আসবেন। বতর্মানে তার শারীরিক অবস্থা খারাপ। তার চিকিৎসার প্রয়োজন। এর আগে মঙ্গলবার বিকাল ৩টায় পুরনো ঢাকায় নাজিমউদ্দিন রোডের কারাগারে যান আইনজীবী সানাউল্লাহ মিয়া ও মাসুদ আহমেদ তালুকদার। মঙ্গলবার সাক্ষাতের অনুমতি না পাওয়ায় তারা সেখানে এক ঘণ্টা অপেক্ষা করে ফিরে আসেন। অন্যদিকে ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরানা কেন্দ্রীয় করাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলবে কি না সে বিষয়ে আজ আদেশের জন্য রয়েছে। একই সঙ্গে এ মামলার যুক্তি উপস্থাপনের শুনানির তারিখ রয়েছে আজ। গত ১৩ সেপ্টেম্বর পুরানা কেন্দ্রীয় করাগারে স্থাপিত অস্থায়ী ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ বিষয়ে ২০ সেপ্টেম্বর আদেশের দিন ধাযর্ করেন। ওইদিন ফৌজদারি আইনের ৫৪০ ধারায় আসামির অনুপস্থিতিতেই আদালতের কাযর্ক্রম চালিয়ে যাওয়ার রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে আদেশের এই দিন ধাযর্ করা হয়। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় পুরানা কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে কারাবন্দি বেগম খালেদা জিয়ার বিচার চলছে। জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ ফেব্রæয়ারি ঢাকার বিশেষ জজ আদালত-৫ খালেদা জিয়াকে ৫ বছর কারাদÐ প্রদান করে। রায় ঘোষণার পরই আদালত থেকে তাকে রাজধানীর নাজিমুদ্দিন রোডের পুরানা কেন্দ্রীয় করাগারে নিয়ে যাওয়া হয়।