আড়াইহাজারে দুদকের ‘সততা স্টোর’ উদ্বোধন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
শিক্ষাথীের্দর মধ্যে ‘সততার আলো’ ছড়িয়ে দিতে আড়াইহাজারে প্রথমবারের মতো দুনীির্ত দমন কমিশনের (দুদক) ‘সততা স্টোর’ চালু হলো। মঙ্গলবার রোকনউদ্দিন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় এই স্টোরের কাযর্ক্রম শুরু হয়। ‘সততা স্টোর’ উদ্বোধন করেন দুদক কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম। উদ্বোধনকালে দুদক কমিশনার আমিনুল ইসলাম বলেন, এটা আমাদের দুনীির্ত প্রতিরোধমূলক কাজ। দুদক আইনের মধ্যেই এটি আছে। সততা স্টোরের মাধ্যমে শিক্ষাথীের্দর মধ্যে আমরা সততাচচার্ সৃষ্টি করতে চাই। যে চচার্র মাধ্যমে তারা ভবিষ্যতে দেশের দায়িত্ব নিয়ে চিন্তা করবে যে, আমি একবার সততার শপথ নিয়েছিলাম। পরে আড়াইহাজার উপজেলার গোপালদী বালিকা উচ্চবিদ্যালয় মাঠে ছাত্রীদের মাঝে দুনীির্তবিরোধী ¯েøাগান-সংবলিত খাতা, জ্যামিতিবক্স ও স্কেল বিতরণ করা হয়। এ সময় গোপালদী বালিকা উচ্চবিদ্যালয় ও নজরুল ইসলাম বাবু কলেজের দুই হাজার শিক্ষাথীর্র শপথবাক্য পাঠ করান অনুষ্ঠানের প্রধান অতিথি। নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বি মিয়া, দুদকের পরিচালক নাসিম আনোয়ার, মো. মনিরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শাহজালাল মিয়া, ডা. সায়মা আফরোজ ইভা, ইউএনও সুরাইয়া খান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভ‚ইয়া প্রমুখ।