আড়াইহাজারে মোটরসাইকেল চুরির হিড়িক

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল চুরির হিড়িক পড়েছে। বাদ যাচ্ছে না থানার দারোগা এবং ওসির মোটরসাইকেলও। জানা গেছে, গত কয়েক দিনে সুরক্ষিত স্থান থেকে বেশ কয়েকটি মোটরবাইক চুরি হয়েছে। সবের্শষ বুধবার আড়াইহাজার থানা কম্পাউন্ড থেকে ওসি (তদন্ত) মো. শফিকুল ইসলামের মোটারবাইকটিও চুরি হয়েছে। ঘটনার দুইদিন পার হলেও এখনও বাইকটি উদ্ধার করতে পারেনি পুলিশ। এ বিষয়ে আড়াইহাজার থানার ওসি এম এ হক জানান, ওসি (তদন্ত) শফিকুল ইসলামের মোটরসাইকেলটি থানা চত্বরে রাখা ছিল। বাজাজ কোম্পানির ১৫০ সিসি পাল্সার মোটরসাইকেলটি স¤প্রতি পৌনে দুই লাখ টাকায় কিনেছিলেন তিনি। বুধবার বিকালের দিকে খেঁাজ নিয়ে দেখা যায়, নিধাির্রত স্থানে মোটরসাইকেলটি নেই। তবে বাইকটি পাওয়া যাবে বলে দাবি করেন তিনি। এর আগে গত ১৪ আগস্ট থানার অভ্যন্তর থেকে শাহীন নামে এক সহকারী দারোগার টিভিএস কোম্পানির আরটিআর ১৫০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।  সম্প্রতি উপজেলা চেয়ারম্যান মো. শাহাজালাল মিয়ার ছেলে সুমনের একটি মোটরসাইকেল বাড়ির নিজস্ব গ্যারেজ থেকে চুরি হয়। একই সময় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের নাসর্ আকলিমা আক্তারের বাড়ি থেকে তার স্বামীর মোটরসাইকেলও চুরি হয়। পুলিশ জানায়, সম্প্রতি আড়াইহাজারে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর সক্রিয় রয়েছে। এদের ধরার মতো কোন ক্লু খঁূজে পাওয়া যাচ্ছে না। তবে এদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে সন্দেহজনক বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে কোটের্ চালান করা হয়েছে।