৬ অক্টোবর থেকে ইলিশ শিকারে নিষেধাজ্ঞা

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

বরিশাল অফিস
ইলিশের প্রজনন নিশ্চিত করতে সাত হাজার বগির্কলোমিটার নদ-নদীতে ডিমওয়ালা মা ইলিশ শিকারে নিষেধাজ্ঞা শুরু হচ্ছে আগামী ৬ অক্টোবর থেকে। বাইশ দিনব্যাপী নিষেধাজ্ঞা শেষ হবে আগামী ২৮ অক্টোবর। নিষেধাজ্ঞাকালীন নদ-নদীতে সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে মৎস্য অধিদপ্তর। মা ইলিশ রক্ষায় এই নিষেধাজ্ঞা বাস্তবায়নে বরিশালে জেলেদের করণীয় শীষর্ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় জেলা মৎস্য কমর্কতার্র হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির সভাপতি হারুন অর রশিদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. নুরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন কোস্টগাডের্র দক্ষিণ জোনের স্টাফ অফিসার (অপারেশন) লে. কমান্ডার নুরুজ্জামান শেখ, জেলা মৎস্য কমর্কতার্ মো. সাজদার রহমান ও নৌ পুলিশ সুপার মো. কফিল উদ্দিন। এছাড়া ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সিকদার এবং বরিশাল জেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ বাবুল হোসেনসহ অন্যরা বক্তব্য রাখেন। সভায় ২২ দিনের নিষেধাজ্ঞা বাস্তবায়নে ৫টি সিদ্ধান্ত হয়। এরমধ্যে ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতির প্রতিনিধিদের সমন্বয়ে প্রতি উপজেলায় মা ইলিশ রক্ষায় পাহাড়ার ব্যবস্থা, জেলেদের সরকারি খাদ্য সহায়তা সঠিকভাবে বিতরণের জন্য জেলা প্রশাসক ও মৎস্য কমর্কতার্র তদারকি এবং মা ইলিশ রক্ষাকালীন সকল এনজিওর সাপ্তাহিক কিস্তি নেয়া থেকে বিরত থাকা অন্যতম।