চন্দনাইশে ৩ চাকার যানবাহন চলাচল বন্ধ

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
হঠাৎ করে চট্টগ্রামের চন্দনাইশে গত চারদিন ধরে ৩ চাকার যানবাহন চলাচল বন্ধ থাকায় যাত্রীদের দুভোর্গ চরমে উঠেছে। তবে এ সব যানবাহন চলাচল বন্ধ হওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক এখন যানজট মুক্ত হয়েছে। সম্প্রতি ১ শিক্ষথীর্র মৃত্যুর ঘটর্নাকে কেন্দ্র করে শিক্ষাথীের্দর আন্দোলনের প্রেক্ষিতে কতৃর্পক্ষের টনক নড়ে। ফলে গত কয়েকদিন ধরে হাইওয়ে থানা এবং চন্দনাইশ থানার পক্ষ থেকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চন্দনাইশ, সাতকানিয়া ও পটিয়া অংশের ৩ চাকার যানবাহন চলাচল বন্ধের মাইকিং করা হয়। ফলে বন্ধ হয়ে যায় ৩ চাকার যানবাহন চলাচল। এতে করে এ অঞ্চলের যাত্রী সাধারণকে চরম দুভোর্গ পোহাতে হচ্ছে। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীদের বেশি দুভোের্গর স্বীকার হতে হচ্ছে। চন্দনাইশ সদর, পটিয়া সদর, কেরানীহাট, কমলমুন্সিরহাট, দোহাজারী পৌরসভা, খরনা, গাছবাড়ীয়া কলেজ গেট, বাগিচাহাট, দেওয়ানহাটসহ বিভিন্ন স্পট ঘুরে দেখা গেছে, গন্তব্যে পেঁৗছানোর জন্য যাত্রীরা সড়কে ছুটাছুটি করছেন। যানবাহনের অভাবে কমর্জীবীরা সময় মতো কমর্স্থলে পৌঁছাতে পাচ্ছেন না। এ বিষয়ে দোহাজারী সিএনজি অটোরিকশাচালক সমিতির সভাপতি সামশুল ইসলাম বলেন, এ বিষয়ে পরিস্থিতি শীতিল করা না হলে ৩ চাকার যানবাহন মহাসড়ক ও আঞ্চলিক সড়ক থেকে সম্পূণর্ উঠে যাবে। এ দিকে চন্দনাইশের দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক কমর্কতার্ উত্তম কুমার বেআইনি কমর্কাÐ থেকে ৩ চাকা বিশিষ্ট যানবাহন চালক এবং মালিকদের দূরে থাকার অনুরোধ করেন।