করোনা নেগেটিভ সনদ ছাড়া প্রবেশ নয় যুক্তরাষ্ট্রে

প্রকাশ | ১৪ জানুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি ডেস্ক
যুক্তরাষ্ট্রে প্রবেশ করা সব আন্তর্জাতিক বিমানযাত্রীকে অবশ্যই করোনার নেগেটিভ সনদ দেখাতে হবে। চলতি মাস থেকেই এ নতুন নীতি কার্যকর হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। এছাড়া যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে সবাইকে করোনা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ। সংবাদসূত্র : বিবিসি, এএফপি নতুন বিধি-নিষেধের আওতায় যুক্তরাষ্ট্রের নাগরিকসহ প্রায় সব দেশের ভ্রমণকারীদের দেশটিতে ভ্রমণের তিনদিন আগে করোনা পরীক্ষার ফল নেগেটিভ আসতে হবে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা রোগীদের ক্ষেত্রেও একই নিয়ম কার্যকর হবে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান অনুযায়ী, যুক্তরাষ্ট্রে চলতি বছরের শুরু থেকেই বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতু্য। এখন পর্যন্ত বিশ্ব পরিসংখ্যানে সংক্রমণ ও প্রাণহানি সবাইকে ছাড়িয়ে শীর্ষেই রয়েছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাজ্যে করোনার নতুন ধরন শনাক্তের পর দেশটির ভ্রমণকারীদের ওপর বিধি-নিষেধ আরোপ করে যুক্তরাষ্ট্র। সেই বিধি-নিষেধ এবার আরও বাড়ানো হচ্ছে। এর আগে গত ৭ জানুয়ারি থেকে সব আন্তর্জাতিক ভ্রমণকারীর জন্য একই ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে কানাডা।