শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

আগের ফরমেও জমা দেওয়া যাবে এসিআর

যাযাদি রিপোর্ট
  ১৪ জানুয়ারি ২০২১, ০০:০০

সদ্য বিগত বছরের বার্ষিক গোপনীয় অনুবেদন (এসিআর) নতুন ফরমের পাশাপাশি পুরাতন ফরমেও জমা দিতে পারবেন সরকারি কর্মচারীরা।

নতুন ফরম প্রকাশ করে তাতে এসিআর দাখিলের নির্দেশ সংশোধন করে জনপ্রশাসন মন্ত্রণালয় বুধবার এক আদেশে নতুন তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, '২০২০ সালের সকল বার্ষিক/আংশিক গোপনীয় অনুবেদন (এসিআর) দাখিলের ক্ষেত্রে বর্তমান ও পূর্ববর্তী উভয় ফরমই গ্রহণযোগ্য হবে।'

এসিআরে আগের মতো ২৫টি বিষয়ের মূল্যায়ন থাকলেও ৭ জানুয়ারি প্রকাশিত নতুন ফরমে নৈতিক ও সততাকে প্রাধান্য দেওয়া হয়েছে।

এখন থেকে যারা এসিআর জমা দেবেন তাদের নতুন ফরম পূরণ করে বার্ষিক গোপনীয় অনুবেদন দাখিল করতে হবে। যারা নতুন ফরম প্রকাশের আগেই এসিআর জমা

দিয়েছেন অথবা স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন গ্রহণ করেছেন তাদের নতুন ফরমে জমা দেওয়ার প্রয়োজন নেই বলে জানিয়েছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।

করেনাভাইরাস মহামারির মধ্যে এবার এসিআর ফরমের সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন জমা দেওয়ার বাধ্যবাধকতাও তুলে দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে