শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
যুক্তরাজ্যে নতুন গবেষণা

একবার করোনায় আক্রান্ত হলে নিরাপদ অন্তত পাঁচ মাস

যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০

যদি একবার কেউ কোভিড-১৯ আক্রান্ত হয়, তার দেহে অন্তত পাঁচ মাসের জন্য ভাইরাসের আক্রমণ প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে। তবে দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পরও সেই ব্যক্তি ভাইরাস বহন করতে পারেন এবং তা ছড়িয়েও দিতে পারেন। যুক্তরাজ্যের স্বাস্থ্যকর্মীদের ওপর চালানো এক গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। গত বছর জুন থেকে নভেম্বরের মধ্যে দেশটির স্বাস্থ্যসেবা কর্মীদের ওপর নতুন এ গবেষণা চালানো হয়। সংবাদসূত্র : এএফপি

একবার আক্রান্ত হলে ফের আক্রান্ত হওয়ার ঝুঁকি কতটা, তা নিয়ে 'পাবলিক হেলথ ইংল্যান্ড' সংস্থা পরিচালিত এ গবেষণার প্রাথমিক ফলে দেখা গেছে, কোভিড-১৯ আক্রান্ত হয়ে যাদের দেহে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, তাদের আবার আক্রান্ত হওয়ার ঘটনা বিরল।

গবেষণায় আরও দেখা যায়, আগেই সংক্রমণের শিকার হওয়া ছয় হাজার ৬১৪ জনের মধ্যে মাত্র ৪৪ জন ফের কোভিড-১৯ 'পজিটিভ' হয়েছেন। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, এই গবেষণার ফলে যা দেখা গেল, তার মানে হচ্ছে, যারা ২০২০ সালের শুরুর দিকে মহামারির প্রথম ঢেউয়ের সময় করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন, এখন তাদের ফের আক্রান্ত হওয়ার আশঙ্কা আছে।

শুধু তাই নয়, বিশেষজ্ঞরা এ বিষয়েও সতর্ক করেছেন, একবার যাদের সংক্রমণ হয়ে প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা গড়ে উঠেছে, তারা হয়ত নাক এবং গলায় বহন করছেন করোনাভাইরাসের নতুন ধরন, যা তারা নিজের অজান্তেই ছড়িয়ে দিতে পারেন অন্যদের মধ্যে।

'পাবলিক হেলথ ইংল্যান্ড'র গবেষণার নেতৃত্ব দেওয়া গবেষক সুজান হপকিনস বৃহস্পতিবার বলেন, 'আমরা সবাই এখন জেনে গেছি, ভাইরাস সংক্রমণ হলে শরীরে প্রতিরোধ ক্ষমতা তৈরি হয়। তবে ঠিক কতদিনের জন্য এই অ্যান্টিবডি আবার ভাইরাসের সংক্রমণ রুখতে পারবে, আমরা তা এখনো জানি না।'

তিনি আরও বলেন, 'একবার করোনাভাইরাস সংক্রমণ হলে বেশ কিছুদিনের জন্য এ বিষয়ে কিছুটা নিশ্চিন্ত থাকা যেতে পারে যে, ফের মারাত্মক সংক্রমণ হবে না। তারপরও আবার ভাইরাস সংক্রমণ হওয়া এবং তা ছড়িয়ে দেওয়ার ঝুঁকি থেকেই যায়।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে