শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
ক্ষমতা গ্রহণের আগেই চমক

যুক্তরাষ্ট্রের অর্থনীতি পুনরুদ্ধারে বড় তহবিল বাইডেনের

হ নিরাপত্তা উদ্বেগে নতুন প্রেসিডেন্ট হ শপথ অনুষ্ঠানের মহড়া স্থগিত
যাযাদি ডেস্ক
  ১৬ জানুয়ারি ২০২১, ০০:০০
জো বাইডেন

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত মার্কিন অর্থনীতির জন্য এক দশমিক ৯ ট্রিলিয়ন ডলারের একটি প্রণোদনা পরিকল্পনা হাজির করেছেন। আগামী সপ্তাহে প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর কংগ্রেসে এ পরিকল্পনা পাস করানোই তার প্রশাসনের কাছে অগ্রাধিকার পাবে। বাইডেনের এ প্রস্তাবে মার্কিন পরিবারগুলোর জন্য এক ট্রিলিয়ন বা এক লাখ কোটি ডলার রাখা হয়েছে বলে দেশটির গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে। সংবাদসূত্র : বিবিসি, রয়টার্স

কংগ্রেসে প্রস্তাবটি পাস হলেই মার্কিন নাগরিকরা এককালীন এক হাজার ৪০০ ডলার করে পাবেন। প্রস্তাবে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে ৪১৫ বিলিয়ন ডলার এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য ৪৪০ বিলিয়ন ডলার রাখা হয়েছে।

করোনাভাইরাসে এরই মধ্যে তিন লাখ ৮৫ হাজারের বেশি মানুষের মৃতু্য দেখা যুক্তরাষ্ট্র থেকে মহামারিকে হটিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত এ প্রেসিডেন্ট। গত বছরের নির্বাচনি প্রচারণায় তিনি রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পের চেয়ে অধিক কার্যকরভাবে ভাইরাস মোকাবিলার প্রতিশ্রম্নতিও দিয়েছিলেন।

এমন এক সময় বাইডেন তার প্রণোদনা পরিকল্পনা হাজির করলেন, যখন যুক্তরাষ্ট্রজুড়ে শীতে করোনার প্রকোপ বাড়ছে। দেশটিতে এখন প্রতিদিনই দুই লাখের বেশি নতুন কোভিড-১৯ রোগী শনাক্ত হচ্ছে; কোনো কোনোদিন মৃতু্য পেরিয়ে যাচ্ছে চার হাজারের ঘর।

বাইডেনের প্রণোদনায় টিকাদান কর্মসূচিতে আরও ২০ বিলিয়ন ডলার যুক্ত করার প্রস্তাব করা হয়েছে; এই অর্থ দিয়ে যা করা হবে, তার মধ্যে থাকছে নতুন নতুন টিকাদান কেন্দ্র স্থাপন ও দুর্গম এলাকাগুলোতে 'মোবাইল ইউনিট' পাঠানো।

ট্রাম্প প্রশাসন এরই মধ্যে করোনাভাইরাস প্রতিরোধী দুটি কার্যকর টিকার প্রয়োগ শুরু করেছে, যদিও এই টিকাদান কর্মসূচির গতি নিয়ে স্বাস্থ্য কর্মকর্তারা বেশ হতাশ। বাইডেন বলেন, 'তার প্রশাসন দায়িত্ব নেওয়ার ১০০ দিনের মধ্যেই ১০ কোটি মার্কিনিকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা ঠিক করেছে।'

তার প্রণোদনা পরিকল্পনায় শনাক্তকরণ পরীক্ষার আওতা বাড়াতে ৫০ বিলিয়ন এবং বসন্তে বেশির ভাগ স্কুল খুলতে সহায়তা বাবদ ১৩০ বিলিয়ন ডলার রাখা হয়েছে। আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তে এক লাখ জনস্বাস্থ্য কর্মী নিয়োগেরও পরিকল্পনা করছেন ডেমোক্রেট এ নেতা।

কংগ্রেসে বাইডেনের প্রস্তাব পাস হলে মার্কিনিরা এককালীন এক হাজার ৪০০ ডলার করে পাবেন; যা ট্রাম্প প্রশাসনের গত মাসে দেওয়া ৬০০ ডলারের সঙ্গে যুক্ত হয়ে দাঁড়াবে দুই হাজার ডলারে।

যুক্তরাষ্ট্রের নাগরিকদের প্রণোদনা বাবদ এককালীন দুই হাজার ডলার দেওয়ার বিষয়ে গত মাসে ট্রাম্প ও বাইডেন প্রায় এক সুরেই কথা বলেছিলেন। নবনির্বাচিত প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রে কেন্দ্রীয়ভাবে নূ্যনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলার করতেও কংগ্রেসের প্রতি আহ্বান জানাতে পারেন। দেশটিতে এখন নূ্যনতম মজুরির অর্ধেকেরও কম।

বাইডেনের এ প্রণোদনা প্রস্তাব নিয়ে রিপাবলিকানদের একাংশ আপত্তি জানালেও কংগ্রেসের উভয়কক্ষেই এটি পাস হবে বলে মনে করা হচ্ছে। কারণ প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটদের সংখ্যাগরিষ্ঠতা আছে, আর জর্জিয়ার দুই আসনে হেরে রিপাবলিকানরাও সিনেটের একচেটিয়া নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে।

নিরাপত্তা উদ্বেগে বাইডেনের শপথ

অনুষ্ঠানের মহড়া 'স্থগিত'

এদিকে, আর মাত্র চার দিন পরই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। আগামীকাল (রোববার) শপথ অনুষ্ঠানের মহড়া হওয়ার কথা ছিল, নিরাপত্তা নিয়ে উদ্বেগের কারণে যা স্থগিত করা হয়েছে। মহড়া আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট দুই কর্মকর্তার বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের রাজনীতিবিষয়ক সংবাদমাধ্যম 'পলিটিকো' এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়, আগামী সোমবার মহড়ার আয়োজনের পরিকল্পনা করা হয়েছে। আর আগামী ২০ জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন বাইডেন।

পূর্ব পরিকল্পনা অনুযায়ী রোববার শপথ অনুষ্ঠানের মহড়ার পর বাইডেনের দলের ট্রেনে করে উইলমিংটন থেকে ওয়াশিংটন যাওয়ার কথা ছিল। উচ্চ নিরাপত্তা ঝুঁকির কারণে সেই পরিকল্পনাও বাতিল হয়েছে। তবে পলিটিকোর এই খবর নিয়ে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান আয়োজক কমিটি কোনো মন্তব্য করতে রাজি হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে