বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

সৈয়দপুরে ঘন কুয়াশায় পেস্নন ওঠানামায় বিঘ্ন

যাযাদি ডেস্ক
  ১৭ জানুয়ারি ২০২১, ০০:০০

নীলফামারী জেলায় মাঝারি শৈত্যপ্রবাহ ও ঘন কুয়াশার কারণে শনিবার সকাল থেকে সৈয়দপুর বিমানবন্দরে পেস্নন ওঠানামা করতে পারছে না। ফলে সকালের চারটি পেস্নন এখনো ঢাকা থেকে ছেড়ে যায়নি।

সৈয়দপুর বিমানবন্দর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম গণমাধ্যমকে জানান, সকালে ১০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। ঘন কুয়াশায় আকাশে ১৮০০ ভিজিবিলিটি (দৃষ্টিসীমা) থাকলেই বিমান ওঠানামা করা সম্ভব। সেখানে সৈয়দপুরের আকাশে বর্তমানে ৭০০ ভিজিবিলিটি বিরাজ করছে। ফলে পেস্নন চলাচলে বিঘ্ন ঘটছে। দুপুর ২টার আগে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা নেই বলেও জানান তিনি।

এদিকে সকাল থেকে চারটি পেস্ননের যাত্রীরা বিমানবন্দরে অবস্থান করছেন, চরম দুর্ভোগে পড়েছেন তারা। দিনাজপুর, রংপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় ও গাইবান্ধাসহ বিভিন্ন স্থানের এসব যাত্রী পেস্ননের জন্য অপেক্ষায় রয়েছেন।

সৈয়দপুর বিমানবন্দর ব্যবস্থাপক সুপলব ঘোষ জানান, কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হলেই পেস্নন চলাচল স্বাভাবিক হবে। এখনো কোনো ফ্লাইট বাতিল করা হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে