কসবা সীমান্তে বিএসএফের গুলিতে চারজন গুলিবিদ্ধ

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা সীমান্তে শুক্রবার বিকেলে বিএসএফ বাংলাদেশের সীমানায় এসে খালেক মিয়া (৫৫) নামের এক বাংলাদেশি কৃষককে তুলে নিয়ে গেছে। এ সময় বিএসএফের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ৪ ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ নিয়ে শনিবার সকালে ব্যাটালিয়ন অধিনায়ক পযাের্য় পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বিএসএফ দুঃখ প্রকাশ করেছেন। সেই সঙ্গে বাংলাদেশি কৃষককে ফেরত দিয়েছে বিএসএফ। খালেক মিয়া ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গোপীনগর গ্রামের চান বক্সের ছেলে। গুলিবিদ্ধ আহতরা হলেন, একই গ্রামের সৈয়দ আলীর ছেলে শাহজাহান (৫৮), সাম মিয়ার ছেলে ফারুক মিয়া (২২), নানু মিয়া (৫০) ও  তার ছেলে রাসেল মিয়া (২২)। বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, কসবা উপজেলার বায়েক ইউনিয়নের মাদলা গোপীনগর গ্রামের ভারত সীমান্তের ২০৪৮ পিলারের কাছে গত শুক্রবার বিকেলে বাংলাদেশি কয়েকজন কৃষক মাঠে গরু চড়াতে যান। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বাংলাদেশের সীমানায় ঢুকে একটি গরু ধরে নিয়ে যাচ্ছেন। এতে বাধা দেয় ওই কৃষকরা। এ নিয়ে ওই বিএসএফের সঙ্গে সংঘষর্ হয়। কয়েক মিনিটের মধ্যে ২০/৩০ জন বিএসএফ বাংলাদেশে ঢুকে এলোপাতাড়ি গুলি করতে থাকে। বিএসএফের গুলিতে শাহাজাহান মিয়া, রাসেল মিয়া, নানু মিয়া, ফারুক মিয়া গুলিবিদ্ধ হয়।