বঙ্গোপসাগরে নি¤œচাপ ট্রলার ডুবি ২৮ জেলে উদ্ধার

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

তালতলী (বরগুনা) সংবাদদাতা
বঙ্গোপসাগরে নি¤œচাপের কারণে সাগর উত্তাল থাকায় বৃহস্পতিবার বিকালে উপজেলার দক্ষিণ পশ্চিমে লালদিয়ার চর সংলগ্ন আশার হোরে ৫টি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। শুক্রবার পযর্ন্ত ট্রলারগুলোর ২৮ জেলেকে উদ্ধার করলেও ট্রলার ৫টি নিখেঁাজ রয়েছে। ডুবে যাওয়া ট্রলারের মালিক আবু খান জানান, তাদের ট্রলারে থাকা জেলেদের উদ্ধার করা হয়। তবে ট্রলারটির খবর পাওয়া যায়নি। ডুবে যাওয়া ট্রলার এফবি হাওলাদারের মালিক জয়নাল হাওলাদার জানান, তাদের ট্রলারটি লালদিয়ার চর সংলগ্ন আশার হোরে ডুবে গেলে পাশ্বর্বতীর্ একটি ফিশিং ট্রলারে জেলেদের উদ্ধার করে। কিন্তু ট্রলারটি এখনও নিখেঁাজ রয়েছে।