প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

রাণীশংকৈল (ঠাকুরগঁাও) সংবাদদাতা
আর কয়েকদিন পরেই সনাতন ধমার্বলম্বীদের সবচেয়ে বড় ধমীর্য় উৎসব শারদীয় দুগার্পূজা। উৎসব সামনে রেখে ঠাকুরগঁাওয়ে রাণীশংকৈল উপজেলায় প্রতিটি মÐপে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। শিল্পীর নিপুণ হাতের ছেঁায়ায় তৈরি হচ্ছে দুগার্- দুগির্ত নাশিনী দেবী দুগার্, ল²ী, সরস্বতী, গণেশ, কাতির্ক ও অনিষ্টকারী অসুরসহ বিভিন্ন দেবদেবীর মূতির্। সনাতনধমার্বলম্বীদের পঞ্জিকা মতে ২৮ আশ্বিন মহাষষ্ঠী পূজার্ শুরু। আর এর মধ্য থেকে মÐপে মÐপে বেজে উঠবে ঢাকঢোল আর কঁাসার শব্দ। উৎসব শেষে প্রতিমা বিসজের্নর মধ্যে শেষ হবে দুগোর্ৎসবের আনন্দ। প্রতিবছরের মতো এ বছরও দুগোর্ৎসব ঘিরে হিন্দুদের ঘরে ঘরে চলছে সাজ সাজ রব। মৃৎশিল্পী সুবাশ হাওলাদার জানান, শারদীয় দুগার্পূজা উপলক্ষে সকল প্রস্তুতি চলছে। তিনি এবার মÐপের কাজটি ৭০ হাজার টাকায় চুক্তি নিয়ে ৩ মাস ধরে কাজটি করছেন। অধিকাংশ কাজ প্রায় শেষের পথে; বিশ্রাম নেয়ার সময়ও নেই তাদের। শনিবার সরেজমিনে কয়েকটি মÐপ ঘুরে দেখা গেছে, প্রতিমা তৈরির কাজে মৃৎশিল্পীরা ব্যস্ত সময় পার করছেন এবং কাপড়ের তোরণ ও আলোকসজ্জার কাজে ব্যস্ত রয়েছেন ডেকোরেটর মালিকের লোকেরা। প্রকল্প বাস্তবায়ন কমর্কতার্ মোতাহার হোসেন বলেন, সরকারিভাবে প্রতিটি মÐপে এবারও চাল বরাদ্দ দেয়া হবে। মোট কত টন বরাদ্দ, জিজ্ঞাসা করা হলে তিনি জানান, জেলা প্রশাসকের কাযার্লয়ে ৫৩টি মÐপের তলিকা প্রেরণ করা হয়েছে, বরাদ্দপত্র পাওয়া গেলে পরিমাণ  নিশ্চিত হওয়া যাবে। এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, শারদীয় দুগার্পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও সকল ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।