নবাবগঞ্জে জনপ্রিয় হয়ে উঠেছে গণশুনানি

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা
দিনাজপুরের নবাবগঞ্জে গণশুনানি জনপ্রিয় হয়ে ওঠেছে। উপজেলা নিবার্হী অফিসার মো. মশিউর রহমানের উদ্যোগে সপ্তাহের প্রতি বুধবার ছোটখাটো অপরাধ এবং পারিবারিক কলহসহ নানাবিধ বিষয়ে ভুক্তভোগীরা সমস্যা সমাধানের জন্য গণশুনানি অনুষ্ঠিত হয়। গণশুনানিতে দায়িত্বপ্রাপ্ত সাটিফিকেট সহকারী সুভাস চন্দ্র ব্যানাজির্ জানান, প্রতি সপ্তাহেই উপজেলার অসহায় নারী পুরুষ লিখিত অভিযোগ দায়ের করে থাকেন। অভিযোগগুলো উপজেলা নিবার্হী অফিসার গ্রহণ করে থাকেন। এরপর বাদী বিবাদীদের নিকট তার স্বাক্ষরিত নোটিশ জারি করা হয়। সপ্তাহের বুধবার দিন সাধারণ মানুষ ন্যায়বিচারের জন্য হাজির হয় তার দপ্তরে। সেদিন দিনভর চলতে থাকে গণশুনানির কাজ। কোনো কোনো ঘটনা উভয়পক্ষকে ডেকে তার দপ্তরে সমাধান হয়ে যায়। নবাবগঞ্জ উপজেলা দুনীির্ত প্রতিরোধ কমিটির সদস্য নুর মোহাম্মদ সরকার জানান, গণশুনানির এমন উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।