কালের বিবতের্ন গরুর গাড়ি এখন শুধুই স্মৃতি!

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
কালের বিবর্তনে আধুনিকতার স্পশের্ গ্রামবাংলার ঐতিহ্যবাহী অঁাকাবঁাকা মেঠো পথে ধীরে ধীরে বয়ে চলত আর সেই গরুর গাড়ি এখন আর চোখে পড়ে না। যা একসময় আবহমান বাংলার ঐতিহ্যবাহী বাহন হিসেবে প্রচলিত ছিল এবং গ্রামবাংলায় গরুর গাড়িই যোগাযোগের একমাত্র বাহন ছিল। মাত্র দুই যুগ আগেও পণ্য পরিবহন ছাড়াও বিবাহের বর-কনে বহনে বিকল্প কোনো বাহন কল্পনাই করা যেত না। আধুনিকতার দাপটে হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি। সেই সঙ্গে হারিয়ে যাচ্ছে গাড়িয়াল পেশাও। যা একদা ছিল বংশ পরম্পরায়। সময় অতিবাহিত হওয়ার সঙ্গে সঙ্গে গ্রামবাংলার ঐতিহ্যের ধারক-বাহক অনেক বাহনেরই আমূল পরিবতর্ন, আধুনিকায়ন সাধিত হয়েছে। বাজিতপুর শ্যামলারচর গ্রামের বাসিন্দা মো. আবুল হোসেন বলেন, গরুর গাড়ি এখন শুধুই স্মৃতি। আমরা চাই জাদুঘরে খুব যতœ ও গুরুত্বের সঙ্গে এটি সংরক্ষণ করা হোক। আগামী প্রজন্মের জন্য এগুলো ইতিহাস হয়ে থাকবে।