টিনের ফঁাকে আটকে পড়া বিড়াল উদ্ধারে ফায়ার সাভির্স

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০

যাযাদি ডেস্ক
উদ্ধারকৃত বিড়াল হাতে ফায়ার সাভিের্সর সদস্যরা
চট্টগ্রাম নগরীতে টিনের ফঁাকে দুই দিন ধরে আটকে থাকা বিড়াল উদ্ধার করল ফায়ার সাভির্স। শনিবার জামাল খান এলাকা থেকে বিড়ালটি উদ্ধার করা হয়। ফায়ার সাভির্স চট্টগ্রাম বিভাগীয় কাযার্লয়ের উপ-সহকারী পরিচালক পূণর্ চন্দ্র মুৎসুদ্দী বলেন, ভবনের নিমার্ণ কাজ করার জন্য লাগানো টিনের নিচে বিড়ালটি আটকে ছিল। দুপুরে এক ছাত্র বিড়ালটি উদ্ধারে আমাদের সহায়তা চায়। খবর পেয়ে আমাদের রেসকিউ টিম বিড়ালটি উদ্ধার করে। ফায়ার সাভিের্সর সহায়তা চাওয়া রাজ দত্ত জানান, তাদের বাসার পাশের ভবনে কাজ করার জন্য লাগানো টিন ও এসির বক্সের নিচে বিড়ালটি দুদিন ধরে আটকে ছিল। সেখান থেকে বের হতে না পেরে বিড়ালটি কান্নাকাটি করছিল। মার কাছ থেকে বিষয়টি শুনে বিড়ালটি উদ্ধারের জন্য আমরা চেষ্টা করি। না পেরে ফায়ার সাভিের্সর সহায়তা চাই। তারা এসে বিড়ালটি উদ্ধার করে দেন।