শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

উত্তরাঞ্চলের আদিবাসীদের জন্য সমাজকল্যাণ ভাতার সুপারিশ

যাযাদি রিপোর্ট
  ১৮ জানুয়ারি ২০২১, ০০:০০

জাতীয় সংসদের সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি দেশের উত্তরাঞ্চলের রাজশাহী, পাবনা ও ঠাকুরগাঁও জেলায় আদিবাসীদের সমাজকল্যাণ অনুদান বা ভাতা পাওয়ার বিষয়টি তদারকির সুপারিশ করেছে। রোববার কমিটির নবম বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি রাশেদ খান মেনন। কমিটির সদস্য ও সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, সাগুফতা ইয়াসমিন, কাজী কানিজ সুলতানা, আরমা দত্ত এবং বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে