ঢাকার মাদ্রাসায় শিক্ষাথীর্র ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:০০ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৮, ০০:৩৫

যাযাদি রিপোটর্
রাজধানীর রামপুরার উলন এলাকায় একটি মাদ্রাসা থেকে এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে পুলিশ পশ্চিম উলনের ‘রামপুরা জাতীয় মহিলা মাদ্রাসা’র একটি বাথরুম থেকে সানজিদা রশিদ মিম (১৪) নামের ওই শিক্ষাথীর্র লাশ উদ্ধার করে। বাসা কাছে হলেও সানজিদা গত জুনে আবাসিক এই মাদ্রাসার কোরআন শিক্ষা শাখায় ভতির্র পর থেকে সেখানেই থাকত। তার মা সীমা আক্তার জানান, বৃহস্পতিবার সানজিদা বাসায় এসে কিছুক্ষণ পর মাদ্রাসায় ফিরেছিল। ‘আজ সকালে তার আত্মহত্যার খবর পাই।’ ঢাকা মহানগর পুলিশের তেজগঁাও শিল্পাঞ্চল জোনের সহকারী কমিশনার সালমান হাসান বলেন, খবর পেয়ে পুলিশ পশ্চিম উলনের এই মাদ্রাসায় যায়। ‘সেখানে পঁাচতলার ছাদের বাথরুম থেকে সানজিদার ঝুলন্ত লাশ উদ্ধার করে।’ সানজিদার পরিবারের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিনি বলেন, ‘আগে সে স্কুলে পড়ত। তার পরিবার স্কুল থেকে ছাড়িয়ে মাদ্রাসায় ভতির্ করানোর পর সে মানসিক অস্থিরতায় ছিল বলে ধারণা করা হচ্ছে। সে কারণে সে আত্মহত্যা করেছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।’ হাতিরঝিল থানার ওসি আবু মো. ফজলুল করিম বলেন, সানজিদা একটি স্কুলে অষ্টম শ্রেণি পযর্ন্ত পড়ার পর তাকে এই আবাসিক মাদ্রাসায় কোরআন শিক্ষা শাখায় ভতির্ করানো হয়। ‘প্রাথমিকভাবে জানা গেছে, মাদ্রাসার এক নারী শিক্ষক পড়ার জন্য তাকে বেশি চাপ দিতেন। তাছাড়া নিযার্তন কিংবা অন্য কোনো কারণ আছে কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।’