মঙ্গলবার, ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সিরিজ জয়ের জন্য আজ মাঠে নামবে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
  ২২ জানুয়ারি ২০২১, ০০:০০

নতুন বছর শুরু এবং দীর্ঘ ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটে ফেরা, দুটোই সফল হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৬ উইকেটের জয় দিয়ে ওয়ানডে সিরিজ শুরু করেছেন তামিম-সাকিবরা। এবার সিরিজ জয়ের লড়াই। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে নিজেদের দ্বিতীয় ম্যাচ জিতেই সিরিজ জেতার লক্ষ্য বাংলাদেশের। শুক্রবার সকাল সাড়ে ১১টায় শুরু হবে দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, টি-স্পোর্টস ও নাগরিক টিভি। আগের মতোই এ ম্যাচে দর্শক প্রবেশের অনুমতি থাকছে না। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েও তাতে এখনো নির্ভার হতে পারেনি স্বাগতিকরা। সাকিব আল হাসান মনে করছেন, শেষ দুই ম্যাচে তাদের বিপক্ষে জয় পাওয়া সহজ হবে না। একদিন পরই দ্বিতীয় ম্যাচ। খুব বেশি পরিকল্পনার সুযোগ নেই। নিজেদের খেলাটাই খেলে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করে এগিয়ে থাকার লক্ষ্য সাকিব-তামিমদের। দু'দলের সর্বশেষ ৯ লড়াইয়ের মধ্যে আটটিই জিতেছে বাংলাদেশ। এছাড়া আজ জিততেই ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিনটি সিরিজ জিতবে টাইগাররা। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে এবং দেশের মাটিতে ক্যারিবীয়দের ২-১ ব্যবধানে টানা দুটি সিরিজ জিতেছিল। এরপর ২০১৯ সালে আয়ারল্যান্ডকে নিয়ে ত্রিদেশীয় সিরিজেও ওয়েস্ট ইন্ডিজকে ফাইনালে হারিয়ে জিতেছিল বাংলাদেশ। তবে দ্বিপক্ষীয় সিরিজে আজই হয়ে যেতে পারে ক্যারিবীয়দের বিপক্ষে টানা তৃতীয় জয়। চট্টগ্রামে শেষ ম্যাচের অপেক্ষায় না থেকে কাজটি সেরে ফেলতে চান তামিমরাও। তিন দিনের মাঝে দুটি ম্যাচ। লড়াইয়ে ফেরার জন্য সফরকারীরাও সময় পায়নি। বৃহস্পতিবার এজন্য দু'দলই বিশ্রামে কাটিয়েছে। ওয়েস্ট ইন্ডিজের টেস্ট দলের অনুশীলন ছিল। বাংলাদেশের ছিল ঐচ্ছিক অনুশীলন। তবে হোটেলে না থেকে মিরপুরে অনুশীলনের জন্য চলে যান সাকিব-তামিম-মুশফিকরা। প্রথম ম্যাচে ভালো করতে না পারা লিটন দাসও অনুশীলন করেছেন। বাংলাদেশ প্রথম ম্যাচ থেকে খুব বেশি পরিবর্তনের সুযোগ থাকছে না। অপরিবর্তিত দল নিয়েই মাঠে নামতে পারে স্বাগতিকরা। তবে তাসকিন আহমেদ বা সাইফউদ্দিনকে খেলালে অবাক হওয়ার কিছু থাকবে না। পেস বোলিং কোচ ওটিস গিবসন তাসকিনকে কাল আলাদাভাবে কিছু নির্দেশনা দিয়েছেন। আর সাইফউদ্দিনের ফিটনেসের উন্নতির উপর তার একাদশে জায়গা পাওয়া নির্ভর করছে। ওটিস গিবসন বলেন, 'পেসাররা প্রথম ম্যাচে ভালো করেছে। এটা সবার জন্যই দারুণ খবর। আশা করি এই ধারাবাহিকতাই ধরে রাখবে তারা।' বুধবার ছয় উইকেটে জিতে স্বাগতিকরা দেখিয়েছে কেন তাদের ফেভারিট বলা হচ্ছিল। আইসিসি ওয়ানডে সুপার লিগের প্রথম ম্যাচে জয়ে শুরু হয়েছে বাংলাদেশের। অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচের সাফল্যে তামিমও আনন্দিত। দীর্ঘদিন পর সাকিবের ফেরা হয়েছে ম্যাচসেরা দিয়ে। সাকিব ও অভিষিক্ত হাসান মাহমুদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১২২ রানে অলআউট হয় ক্যারিবীয়রা। ১৬.১ ওভার হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় বাংলাদেশ। ম্যাচ শেষে দু'দলের অধিনায়কই স্বীকার করেন, উইকেট ব্যাটসম্যানদের জন্য কঠিন ছিল। তামিমরাও স্বাচ্ছন্দ্যে ব্যাটিং করতে পারেনি। তবে দ্বিতীয় ম্যাচে ব্যাটসম্যানদের জন্য কিছুটা সুযোগ তৈরি হতে পারে। আবহাওয়াও রৌদ্রোজ্জ্বল থাকতে পারে। ওয়েস্ট ইন্ডিজ প্রথম ম্যাচে ছয় ক্রিকেটারের অভিষেক করিয়েছে। অভিষিক্ত কাইল মায়ারস দারুণ খেলেছেন। লোয়ার মিডল অর্ডারে রভম্যান পাওয়েল স্বাগতিকদের জন্য হুমকি হিসেবে দাঁড়াতে পারেন। বোলিংয়ে আকিল হোসেন প্রথম ম্যাচে ভীষণভাবে ভুগিয়েছে বাংলাদেশকে। দুর্দান্ত টার্নের সঙ্গে ভালো জায়গায় বোলিংও করছেন। অভিষেকেই মাত্র ২৬ রানে তুলে নেন তিন উইকেট। এছাড়া পেসার আলজারি জোসেফকে খেলতে হিমশিম খেয়েছেন তামিমরা। আকিল বলেন, 'নিজের পারফরম্যান্সে আমি খুশি। তবে দলের হারটা মাথায় থেকে যাবে। আশা করি দ্বিতীয় ম্যাচে আমরা ভালোভাবে ঘুরে দাঁড়াতে পারব।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে