রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের দাফন সম্পন্ন

প্রকাশ | ২৩ জানুয়ারি ২০২১, ০০:০০

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কাটানিসার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা ভারতীয় হাপানিয়া ক্যাম্প ইনচার্জ এবং সরাইল উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল হালিমের (৮০) দাফন সম্পন্ন হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তিনি একজন প্রথম শ্রেণির ঠিকাদার ছিলেন। বৃহস্পতিবার বাড়েম হাসপাতালে ইন্তেকাল করেছেন। তিনি ৩ ছেলে ও ৩ মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আসর সরাইল অন্নদা সরকারি উচ্চবিদ্যালয়ের মাঠে জানাজার নামাজ শেষে রাষ্ট্রীয় মর্যাদায় নিজ গ্রাম কাঠানিসার পারিবারিক কবরস্থানে তার মরদেহ দাফন করা হয়েছে। তাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদানকালে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা, সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন ঠাকুর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও উপজেলা নির্বাহী অফিসার মো. আরিফুল হক মৃদুল, সরাইল থানা ওসি তদন্ত মো. শফিকুল ইসলাম। তার মৃতু্যতে গভীর শোক প্রকাশ করেছেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক আলহাজ অ্যাডভোকেট নাজমুল হোসেন, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আব্দুর রাশেদ, উপজেলা জাতীয় পার্টির সভাপতি মো. হুমায়ূন কবির, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ইসমত আলী, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহবুব আলম খোকন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ফেরদৌস, উপজেলা কৃষকলীগ সভাপতি মো. শফিকুর রহমান, সরাইল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাজী মাহফুজ আলী প্রমুখ।