বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে ইসির নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচন ভন্ডুল হবে - মাহবুব তালুকদার

যাযাদি ডেস্ক
  ২৬ জানুয়ারি ২০২১, ০০:০০

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের বাকি মেয়াদে 'সবচেয়ে গুরুত্বপূর্ণ' মন্তব্য করে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলেছেন, সেখানে নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণ না থাকলে নির্বাচন 'ভন্ডুল হবে'। সুষ্ঠু নির্বাচন দল-মত নির্বিশেষে সবার জন্য দেশপ্রেমের অগ্নিপরীক্ষা বলেও মন্তব্য করেছেন এই নির্বাচন কমিশনার।

চট্টগ্রামে ভোটের দুই দিন আগে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়ে এ সতর্কবার্তা দিয়েছেন তিনি।

এরই মধ্যে ওই নির্বাচনে মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীদের সমর্থকদের মধ্যে একাধিকবার সংঘর্ষ হয়েছে। আওয়ামী লীগ সমর্থিত

\হও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীদের অনুসারীদের সংঘর্ষে দুজনের প্রাণহানিও ঘটেছে।

এই প্রেক্ষাপটে সোমবার নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের কাছে বরাবরের মতো 'আমার বার্তা' শিরোনামে লিখিত বক্তব্য দেন মাহবুব তালুকদার।

তিনি বলেন, 'চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বর্তমান নির্বাচন কমিশনের কার্যকালের অবশিষ্ট সময়ে সর্বাধিক গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে সহিংসতার শঙ্কা ও উদ্বেগের যথেষ্ট কারণ রয়েছে। পরিবেশ সুষ্ঠু না হলে অবাধ নিরপেক্ষ আইনানুগ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়, নির্বাচনের পূর্বশর্ত লেভেল পেস্নয়িং ফিল্ডের ধারণাও অবান্তর হয়ে যায়। তাই চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে পক্ষ-বিপক্ষের ভারসাম্য সৃষ্টি আমাদের জন্য এক বড় চ্যালেঞ্জ। এই নির্বাচন কমিশনের নিয়ন্ত্রণে থাকা অপরিহার্য, নইলে তা ভন্ডুল হয়ে যাবে।'

মাহবুব তালুকদার বলেন, ''নির্বাচন গণতন্ত্র প্রতিষ্ঠার একমাত্র অবলম্বন। ভোট হচ্ছে স্বাধীন দেশে জনগণের সার্বভৌমত্বের প্রতীক, একটি 'পবিত্র আমানত'। এর মাধ্যমে জনগণের আশা-আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়। নির্বাচন ভূলুণ্ঠিত হলে গণতন্ত্রও ভূলুণ্ঠিত হয়ে যায়। আমি আশা করি, এই অতীব গুরুত্ববহ নির্বাচনে ভোটার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কাজে নিয়োজিত সব অংশীজন প্রত্যেকেই নিরপেক্ষভাবে দায়িত্বপূর্ণ ভূমিকা পালন করে জাতি হিসেবে আমাদের আত্মমর্যাদা সমুন্নত রাখবেন।''

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে