বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দেশে প্রথম করোনার টিকা নিলেন নার্স রুনু

যাযাদি রিপোর্ট
  ২৮ জানুয়ারি ২০২১, ০০:০০

রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনু ভেরোনিকা কস্তা। প্রথম করোনাভাইরাসের টিকা নিয়ে তিনি ইতিহাসের সাক্ষী হয়েছেন।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা টিকাদান কার্যক্রমের উদ্বোধন ঘোষণা করার পর প্রথম টিকা দিতে ডাকা হয় নার্স রুনুকে। তিনি নির্দিষ্ট বুথে বসার আগে দুই হাত জড়ো করে নমস্কার জানিয়ে বলেন, 'মাননীয় প্রধানমন্ত্রী, শুভ অপরাহ্ন।'

রুনু চেয়ারে বসার পর দুজন স্বাস্থ্যসেবাকর্মী তাকে টিকা দেওয়ার কাজ শুরু করেন। প্রধানমন্ত্রী তখন রুনুকে জিজ্ঞেস করেন 'তোমার ভয় লাগছে না তো?'

রুনু মাথা নেড়ে উত্তরে বলেন- 'না'। প্রধানমন্ত্রী তখন

বলেন, 'খুব সাহসী তুমি'

টিকা দেওয়া হয়ে গেলে সবাই করতালি দিয়ে রুনুকে অভিনন্দন জানান। প্রধানমন্ত্রী বলেন, 'রুনু তোমাকে অনেক অনেক শুভেচ্ছা। তুমি সুস্থ থাক, ভালো থাক, আরও অনেক রোগীর সেবা কর, সেই দোয়া করি।'

এরপর চেয়ার ছেড়ে উঠে আসেন রুনু। হাত উঁচু করে কণ্ঠে তোলেন বাঙালির সেই উজ্জয়নী স্স্নোগান 'জয় বাংলা।'

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অনুষ্ঠানে উপস্থিত সবাই এ সময় হাত তুলে 'জয় বাংলা' স্স্নোগানে কণ্ঠ মেলান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে