টিকা কিনতে স্বল্প সুদে ঋণ দিল চীনা ব্যাংক

প্রকাশ | ২৬ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

যাযাদি রিপোর্ট
করোনা মোকাবিলায় টিকা কিনতে ১০ কোটি ডলার ঋণ দিয়েছে বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীনের এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। প্রতি ডলার ৮৫ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৮৫০ কোটি টাকা। 'কোভিড-১৯ ইমার্জেন্সি রেসপন্স অ্যান্ড প্যানডেমিক প্রিপেয়ার্ডনেস' প্রকল্পের আওতায় ঋণ দিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার রাজধানীর এনইসি সম্মেলনকক্ষে বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের যুগ্ম সচিব (এশিয়া উইং প্রধান) মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী এবং এআইআইবির অ্যাক্টিং ডিরেক্টর (ইনভেস্টমেন্ট অপারেশন্স) রাজাট মিশ্রা ঋণ চুক্তিতে সই করেন। প্রকল্পটি বিশ্বব্যাংক ও এআইআইবির যৌথ অর্থায়নে বাস্তবায়িত হচ্ছে। এআইআইবি স্পেশাল ফান্ড উইন্ডো (এসএফডবিস্নউ) আওতায় প্রাপ্ত এই ঋণ পাঁচ বছরের গ্রেস পিরিয়ডসহ ৩৫ বছরে পরিশোধযোগ্য। এসএফডবিস্নউর আওতায় বাই ডাউন পদ্ধতিতে এই ঋণের সুদের হার ১ দশমিক ০৮ শতাংশ, যা একই সময়কালে পরিশোধযোগ্য অন্যান্য ঋণের সুদের হারের চেয়ে কম। এই ঋণের ফ্রন্ট অ্যান্ড ফি হিসেবে ০ দশমিক ২৫ শতাংশ এবং কমিটমেন্ট ফি হিসেবে অব্যয়িত অর্থের ০ দশমিক ২৫ শতাংশ পরিশোধ করতে হবে।