উন্নয়নশীল দেশে উত্তরণের পথে বাংলাদেশ

বিনিয়োগ আকর্ষণ মূল চ্যালেঞ্জ -আহসান এইচ মনসুর

জাতিসংঘের কমিটি ফর ডেভেলপমেন্ট পলিসি (সিডিপি) বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জন্য চূড়ান্ত সুপারিশ করেছে। শুধু তাই নয়, করোনা মহামারির কারণ দেখিয়ে বাংলাদেশ তিন বছরের প্রস্তুতিমূলক সময়সীমা বাড়িয়ে পাঁচ বছর করার জন্য গত জানুয়ারিতে যে প্রস্তাব দিয়েছিল সেটিও গ্রহণ করেছে জাতিসংঘ। ২০২৬ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে আনুষ্ঠানিকভাবে উন্নয়নশীল রাষ্ট্রের মর্যাদা দেওয়া হবে বাংলাদেশকে। এ নিয়ে কি ভাবছেন বিশিষ্টজনেরা, তাই তুলে ধরেছেন আহমেদ তোফায়েল

প্রকাশ | ২৮ ফেব্রুয়ারি ২০২১, ০০:০০

অনলাইন ডেস্ক
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেছেন, অর্জন হিসেবে অবশ্যই গুরুত্বপূর্ণ। তবে এর চ্যালেঞ্জও আছে। জাতিসংঘের এই স্বীকৃতির ফলে বিশ্ববাজারে বাংলাদেশ যেসব সুবিধা বর্তমানে পায়, তা বন্ধ হওয়ার সময় গণনা শুরু হলো। মূল চ্যালেঞ্জ বিশ্ববাজারে বিপণন ও বিনিয়োগ আকর্ষণ। একমাত্র ভুটান ছাড়া কোনো দেশের সঙ্গে বাংলাদেশের এফটিএ বা পিটিএ নেই। দেশের বাণিজ্যে স্থানীয় শিল্পের জন্য সুরক্ষা কমানো না হলে অন্য দেশ পিটিএ বা এফটিএতে আগ্রহী হবে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ঘাটতি রয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) জিএসপি পস্নাস পাওয়াও কঠিন। সেখানে রপ্তানি একটি পণ্যে কেন্দ্রীভূত। এক্ষেত্রে ইইউর রাজনৈতিক সিদ্ধান্ত দরকার হবে।