প্রথম ধাপে ৩৭১ ইউপিতে ভোট ১১ এপ্রিল

প্রকাশ | ০৪ মার্চ ২০২১, ০০:০০

ম যাযাদি রিপোর্ট
প্রথম ধাপে দেশজুড়ে ৩৭১টি ইউনিয়ন পরিষদে ১১ এপ্রিল ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নের ৩০টিতে ভোট ইভিএমে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ইউপি ভোটের তফসিল ঘোষণা করেন ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার। তফসিল অনুযায়ী, ১৮ মার্চ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র বাছাই ১৯ মার্চ এবং প্রত্যাহারের শেষ সময় ২৪ মার্চ। চেয়ারম্যান পদে দলীয় প্রতীকে হলেও সদস্যপদে নির্দলীয় প্রতীকে ভোট হবে ইউপিতে।