শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

মেঘনায় কুস্তি প্রতিযোগিতা

ম দাউদকান্দি (কুমিলস্না) প্রতিনিধি
  ০৪ মার্চ ২০২১, ০০:০০

কুমিলস্নার মেঘনা উপজেলার আলিপুর, করিমাবাদ গনিশার ৭৮তম বার্ষিক উরস উপলক্ষে ঐতিহ্যবাহী কুস্তি (বলী) প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। কুমিলস্না, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া ও নারায়ণগঞ্জের ১১টি উপজেলার প্রায় তিন শতাধিক কুস্তিগীর মঙ্গলবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৩টা পর্যন্ত অংশগ্রহণ করেন। আয়োজকদের পক্ষ থেকে প্রথম কুস্তি বিজয়ী দাউদকান্দি উপজেলার হাসনাবাদ গ্রামের টার্জেন দিপুকে গরু উপহার দেওয়া হয়। দ্বিতীয় কুস্তি বিজয়ী আড়াইহাজার উপজেলার কালাইপাহাড়িয়া গ্রামের কানাইকে এলইডি টিভি উপহার দেওয়া হয়। খেলায় যুগ্মভাবে চ্যাম্পিয়ন মেঘনা উপজেলার জাবের ও সাত্তারকে এলইডি টিভি প্রদান করা হয়। খেলার আয়োজক ছিলেন মেঘনা উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আমান উলস্নাহ।

সন্ধ্যা ৬টায় খেলাটি উদ্বোধন করেন মেঘনা উপজেলা চেয়ারম্যান সাইফুলস্নাহ মিয়া রতন শিকদার। গোবিন্দপুর ইউপি চেয়ারম্যান তপন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠিত কুস্তি প্রতিযোগিতায় উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন মেঘনা উপজেলা যুবলীগের আহ্বায়ক আব্দুলস্নাহ আল বাকী শামীম, যুগ্ম আহ্বায়ক গাজী দেলোয়ার হোসেন মাস্টার, যুগ্ম আহ্বায়ক আমান উলস্নাহ আমান, যুগ্ম আহ্বায়ক আফজাল সরকার টিপু, আওয়ামী লীগ নেতা জালাল মেম্বার প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে