বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ভাসানচরে পঞ্চম ধাপে আরও ১৭৫৯ রোহিঙ্গা

স্টাফ রিপোর্টার, নোয়াখালী
  ০৫ মার্চ ২০২১, ০০:০০
বৃহস্পতিবার পঞ্চম দফার দ্বিতীয় দিনে আরও ১ হাজার ৭৫৯ রোহিঙ্গা ভাসানচরে পৌঁছেছে। ছবিটি চট্টগ্রামের পতেঙ্গার বোটক্লাব থেকে তোলা -ফোকাস বাংলা

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ভাসানচরে পঞ্চম ধাপের দ্বিতীয় পর্যায়ে আরও এক হাজার ৭৫৯ জন রোহিঙ্গা শরণার্থী পৌঁছেছে। বৃহস্পতিবার দুপুর ২টায় নৌবাহিনীর পাঁচটি জাহাজে করে তাদের ভাসানচরে পৌঁছানো হয়। এনিয়ে ভাসানচরে রোহিঙ্গার সংখ্যা ১৩ হাজার ছাড়াল। এর আগে সকালে নৌবাহিনীর পাঁচটি জাহাজ ১৭৫৯ জন রোহিঙ্গা নিয়ে ভাসানচরের উদ্দেশে রওনা হয়। তাদের মধ্যে ৪৪৫ জন পুরুষ, ৫১৬ মহিলা ও ৭৯৮ শিশু রয়েছে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহে আলম বলেন, এক হাজার

৭৫৯ জন রোহিঙ্গাকে জাহাজ থেকে নামিয়ে প্রাথমিক ডাক্তারি পরীক্ষা শেষে গাড়িতে করে ওয়্যার হাউসে সমবেত করা হয়। পরে সেখানে তাদের ভাসানচরে বসবাসের বিভিন্ন নিয়ম-কানুন সম্পর্কে ব্রিফ করা হয়। ব্রিফ শেষে তাদের ভাসানচরের ক্লাস্টারে স্থানান্তর করা হয়। এ সময় ঘাটে উপস্থিত ছিলেন নৌবাহিনী ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

উলেস্নখ্য, গত বছরের ৪ ডিসেম্বর প্রথম ধাপে আনুষ্ঠানিকভাবে নারী, পুরুষ ও শিশুসহ ভাসানচরে এক হাজার ৬৪২ জন রোহিঙ্গা স্থানান্তর করা হয়। রোহিঙ্গাদের জন্য প্রস্তুত ৭, ৮, ৯ ও ১০ নম্বর ক্লাস্টারে তাদের রাখা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে